
জঙ্গিবাদ একসময়ে নাটক ছিল: ঢাকা রেঞ্জ ডিআইজি
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুলাই ১৩, ২০২৫
জঙ্গিবাদ একসময়ে নাটক ছিল বলে মন্তব্য করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম। আজ রোববার দুপুর ১২টার দিকে শরীয়তপুর পুলিশ লাইন্স ড্রিলশেডে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সুধী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
রেজাউল করিম বলেন, “জঙ্গিবাদ এক সময় ছিল একটি নাটক। সেই নাটক থেকে আমরা পরিত্রাণ পেয়েছি। ১৮ বছর ফ্যাসিস্ট শাসকের নিপীড়নের শিকার ছিলাম, সেখান থেকে আজ আমরা মুক্ত। এখন আমরা নতুন বাংলাদেশে, নতুন চেতনায় গড়া পুলিশ হিসেবে দায়িত্ব পালন করছি।”
এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাছির উদ্দিন কালু, জেলা শাখার নায়েবে আমির কেএম মকবুল হোসাইন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমরান আল নাজির প্রমুখ।
অনুষ্ঠানে পুলিশের পক্ষ থেকে জুলাইয়ের ১৪ শহিদের পরিবারের মাঝে উপহারসামগ্রী প্রদান করা হয়।