
‘ফিতনা আল-হিন্দুস্তান’ এর হামলা, পাকিস্তানে মেজরসহ ৩ সেনা নিহত
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : আগস্ট ০৭, ২০২৫
‘ভারত সমর্থিত’ বিদ্রোহীদের হামলায় এক মেজরসহ তিন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। মঙ্গলবার রাত ও বুধবার ভোরের মাঝামাঝি সময়ে এ ঘটনা ঘটে।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, বালুচিস্তানের মাস্তুং এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি গাড়িকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায় ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসী সংগঠন ‘ফিতনা আল-হিন্দুস্তান’। সন্ত্রাসীরা গাড়িটিতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) স্থাপন করে হামলা চালায়।
ঘটনাস্থলেই পাকিস্তান সেনাবাহিনীর তিন সদস্য নিহত হন। হামলায় নিহতরা হলেন: মেজর মোহাম্মদ রিজওয়ান তাহির (৩১), যিনি পাঞ্জাবের নারোয়াল জেলার বাসিন্দা। এছাড়া সোয়াবি জেলার বাসিন্দা নায়েক ইবনি আমিন (৩৭), এবং কারাক জেলার বাসিন্দা ল্যান্স নায়েক মোহাম্মদ ইউনুস (৩৩) ঘটনাস্থলে নিহত হন।
এই ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী মাস্তুং এলাকায় অপারেশন চালায়। এতে ভারত-সমর্থিত ৪ সন্ত্রাসী নিহত হয়। পুরো এলাকা সন্ত্রাসমুক্ত হওয়ার আগপর্যন্ত এই অপারেশন চলমান থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী। সূত্র: জিও নিউজ