হারিয়ে যাওয়া রত্ন রাজিয়া মজিদের `শতাব্দীর সূর্যশিখা`
তুহিন খানপ্রকাশিত : ডিসেম্বর ২৩, ২০২০
ঐতিহাসিক উপন্যাস যে ফিকশনের সবচাইতে কঠিন জায়গা, এই ব্যাপারে দ্বিমত করার মতো লোক খুব বেশি পাওয়া যাবে না। তার উপর সেই উপন্যাস যদি হয় বায়োগ্রাফিকাল, তাইলে তো কথাই নাই। বায়োগ্রাফি তো নিজেই উপন্যাস। তারে আবার উপন্যাস কইরা তোলাটা একটু মুশকিলই আসলে।
আমি জীবনে যতগুলা বায়োগ্রাফিকাল উপন্যাস পড়ছি, তার মধ্যে একটা বইয়ের কথা আমি সবাইরেই বলি। রাজিয়া মজিদের `শতাব্দীর সূর্যশিখা`। বইটা ইসলামিক ফাউন্ডেশনের; প্রথম প্রকাশ ১৯৮৭ সালে। ব্রিটিশবিরোধী ফরায়েজি আন্দোলনের প্রাণপুরুষ হাজী শরিয়তুল্লাহর জীবন ও ফরায়েজি আন্দোলনের উপরে লেখা এই উপন্যাস।
উপন্যাসটা তুলনামূলক কম আলোচিত বললে ভুল হবে, আসলে উপন্যাসটা নিয়া কোনো আলাপই নাই। ইসলামিক ফাউন্ডেশনের বহু ভালো ভালো বই-ই তো আসলে এইভাবে হারায়ে গেছে। এই বইটা আমি পাই ২০০৮/২০০৯ সালে; আল কাওসারে এক পরীক্ষায় প্রথম হওয়ার স্মারকস্বরূপ। যিনি বইটা বাছাই করছিলেন, তারে আজ ধন্যবাদ দেয়ার সুযোগ নাই, তবু তার প্রতি আমি কৃতজ্ঞ।
এত সুন্দর বায়োগ্রাফিকাল ফিকশন (ড্রামাও বলা যায়), আগে বা পরে, আমি খুব বেশি পড়ি নাই। আদৌ পড়ছি কিনা, মনে পড়ে না এই মুহূর্তে। `ক্রাচের কর্নেল` পড়ছি। আরো দুই একটা পড়ছি অবশ্যই। তবে এই বইটা অসাধারণ। হাজী শরিয়তুল্লাহর জীবন ও সংগ্রাম, তিতুমীরের সাথে তার আন্দোলনের মৌলিক ফারাক, সংস্কার থেকে সংঘর্ষ ও সহিংসতা, সেই সতেরো বা আঠারো শতকের বাঙলার গ্রামগঞ্জের নিখুঁত ছবি— মারাত্মক মমতায় এইসব জিনিশ একটা ফিকশনের ফ্রেমে আঁটাইছেন লেখক।
বইটা বহুবার পড়ছি। যতবার পড়ছি, ততবারই মনে হইছে— হায়রে, দ্বিতীয় খণ্ডটা এখন কই পাই! অনেক খুঁজছি এই দ্বিতীয় খণ্ড, পাই নাই। জিগেশও করছি বহুদিন বহুজনের কাছে। লাভ হয় নাই তত। ইসলামিক ফাউন্ডেশনরে নিয়মিত কিছুদিন গালাগালি কইরা, এই প্রজেক্টে ইস্তফা দিছিলাম, তাও প্রায় দুই বছর আগে।
বেশ কিছুদিন আগে হঠাৎ এই বহু আকাঙ্ক্ষিত বইটা পাইলাম ইসরাত জাহানের কাছে। ইশরাতের কাছ থেকে বইটা নেওয়ার পাঁয়তারা করলাম তখনই। এবং সফলও হইলাম। ইশরাত বইটা আমারে গিফট করছেন। ইশরাতের প্রতি আমার কৃতজ্ঞতার অন্ত নাই।
যাই হোক, যাদের সময় সুযোগ আছে, বায়োগ্রাফিকাল ফিকশনের প্রতি আগ্রহ আছে, আপনাদের জন্য এই বইটা আমি অবশ্যই রেকমেন্ড করব। পড়লে ঠকবেন না আশা করা যায়। যদিও কই পাবেন বা কীভাবে পড়বেন, তা আমি বিশেষ জানি না।
























