কণ্ঠশিল্পী নচিকেতা হাসপাতালে ভর্তি
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ডিসেম্বর ০৭, ২০২৫
জীবনমুখি বাংলা গানের কিংবদন্তি কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তীকে গুরুতর অসুস্থ অবস্থায় শনিবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, তার হার্টে গুরুতর সমস্যা রয়েছে। এই মুহূর্তে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে কয়েকদিন ধরে তার শরীর ভালো যাচ্ছিল না।
অসুস্থতার কারণে তিনি আসানসোলের শো বাতিল করতে বাধ্য হন। আজ রোববার আরেকটি শো থাকার কথা ছিল, সেটিও বাতিল করেছেন।
এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে অসুস্থতার কারণে নচিকেতা একটি শো বাতিল করেন। তখন তার পরিবার জানিয়েছিল, তার সারভাইকাল স্পন্ডিলাইটিস রয়েছে।
এটি শীতে বেড়ে যায় এবং টানা শো করার ফলে সমস্যা আরও জটিল হয়। তবে এবারের পরিস্থিতি ভিন্ন। সারভাইকাল নয়, এবার হার্টের সমস্যায় চিকিৎসাধীন এই জনপ্রিয় শিল্পী।
পরিবারের তরফ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তার দ্রুত সুস্থতার জন্য শুভেচ্ছা জানাচ্ছে ভক্তরা। সূত্র: হিন্দুস্তান টাইমস
























