‘সৃজনশীল মানুষের চেয়ে কর্পোরেট গোষ্ঠী ক্ষমতাবান হয়ে উঠেছে’
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জানুয়ারি ১৬, ২০২৬
সৃজনশীল মানুষের চেয়ে কর্পোরেট গোষ্ঠী ক্ষমতাবান হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন অস্কার ও গ্র্যামি থেকে শুরু করে অসংখ্য সম্মানে ভূষিত কিংবদন্তি সংগীতশিল্পী এ আর রহমান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
এ আর রহমান বলেন, “হিন্দি চলচ্চিত্র শিল্পে এখন সৃজনশীল মানুষের চেয়ে ক্ষমতাবান হয়ে উঠেছে কর্পোরেট গোষ্ঠী। ৮ বছরে বলিউডের চরিত্র আমূল বদলে গেছে। সেখানে সৃজনশীল শিল্পীদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ কমে এসেছে, আর ইন্ডাস্ট্রির মূল ক্ষমতা চলে গেছে এমন সব মানুষের হাতে যাদের সৃজনশীলতার সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক নেই।”
তিনি আরও বলেন, “যারা আদতে সৃজনশীল নয় বলিউডের সমস্ত ক্ষমতা এখন তাদের হাতে। কোন গান হবে, কেমন গান হবে— সব সিদ্ধান্ত এখন তারাই নেয়। আগে সুরকার ও সংগীত পরিচালকেরা অনেকটাই স্বাধীনভাবে কাজ করতে পারতেন। কিন্তু বর্তমানে মিউজিক লেবেল ও বড় কর্পোরেট সংস্থাগুলোই গানের ভবিষ্যৎ নির্ধারণ করছে। ফলে হিন্দি সিনেমার গানে মৌলিকত্ব ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে।”
আট বছরে এ আর রহমানকে বড় কোনো বলিউড প্রজেক্টে খুব একটা দেখা যায়নি। এর পেছনে সাম্প্রদায়িক কোনো কারণ রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা সাম্প্রদায়িক বিষয়ও হতে পারে। যদিও সরাসরি কেউ আমাকে কিছু বলেনি। তবে যা শুনেছি, সবই ফিসফাস। আমি নিজের মতো করে সৃজনশীলতার চর্চা করে যাচ্ছি। আগের তুলনায় এখন অনেক বেশি শান্তিতে আছি। কারও কাছে কাজ চাইতে যাই না।”
তিনি আরও বলেন, “বর্তমানে পরিবারকে সময় দেওয়ার সুযোগ পাচ্ছি, যা ব্যস্ত ক্যারিয়ারের আগের দিনগুলোতে সম্ভব হয়নি।”
























