ইসলাম সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম

অপূর্ব চৌধুরী

প্রকাশিত : এপ্রিল ২৭, ২০২০

বর্তমান বিশ্বে মুসলিমদের সংখ্যা ১.৮ বিলিয়ন। ১.৫ বিলিয়ন সুন্নি, তিনশো মিলিয়ন শিয়া। বিশ্বের জনস্যংখ্যা ৭.৮ বিলিয়ন। বিশ্ব জনসংখ্যার প্রায় ২৫% মুসলিম। প্রতি চার জনের একজন মুসলিম। মুসলিম প্রধান দেশ ৫০টি, যদিও OIC এর সদস্য সংখ্যা ৫৭। ১৯৬৯ সালে ২৪টি দেশ নিয়ে OIC শুরু করেছিল, ৫৪টি দেশ মুসলিম প্রধান, তার অর্ধেক ২৭টি আফ্রিকায়, বাকি ২৭টি এশিয়াতে।

রাশিয়া ও থাইল্যান্ড OIC তে পর্যবেক্ষক সদস্য। ইউরোপের একমাত্র আলবেনিয়ার সদস্য, অন্যদিকে ল্যাটিন আমেরিকার গুয়েনা এবং সুরিনাম মুসলিম সংখ্যা গরিষ্ঠ না হয়েও OIC র সদস্য। সবচেয়ে বেশি মুসলিম ইন্দোনেশিয়ায়। প্রায় ২৬ কোটি। দ্বিতীয় স্থানে পাকিস্তান। তৃতীয় ভারত। চারে বাংলাদেশ।

২০৪০ সালের পর সবচেয়ে বেশি মুসলিম হবে ভারতে। ইন্দোনেশিয়াকেও ছাড়িয়ে যাবে। কারণ ভারতের গড় জন্মহার যেখানে ২.২, মুসলিমদের গড় জন্মহার সেখানে প্রায় ১৪! ১৯৪৭ সালে স্বাধীনতার সময় ভারতে মুসলিমদের গড় জন্মহার ছিল ৮। পৃথিবীতে গড় জন্মহার ১.৮। বিশ্বব্যাপী মুসলিমদের জন্মহার ৩.২। বাংলাদেশের গড় জন্মহার ২.০৬। এই জন্মহারও বিশ্বে মুসলিম বৃদ্ধির একটি কারণ, এবং সেই সাথে অন্যদের জন্মহার কমছে।

ইসলামের উৎপত্তিস্থল ২২টি আরব দেশে মুসলিম প্রায় ৪০ কোটি। সৌদি আরবে মুসলিম মাত্র তিন কোটি। ইসলামের উৎপত্তিস্থল আরব দেশগুলো মুসলিম বিশ্বের মাত্র ২০%। বাকি ৮০% মুসলিম অনারব এবং তার ৬০% মুসলিম কেবল দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিম এশিয়াতে। ইন্দোনেশিয়া, মালেশিয়া, বাংলাদেশ, ভারত এবং পাকিস্থান— এই পাঁচটি দেশে পৃথিবীর অর্ধেক মুসলিম থাকে। ইংল্যান্ডে প্রায় পঁয়ত্রিশ লক্ষ মুসলিম বসবাস করে। সমগ্র ইউরোপ প্রায় চার কোটির মতো মুসলিম। নন মুসলিম দেশে প্রায় ২০% মুসলিম থাকে।

খ্রিস্টানদের সংখ্যা পৃথিবীতে সবচেয়ে বেশি। প্রায় ২.৩ বিলিয়ন। খ্রিস্টান অধ্যুষিত দেশগুলোতে প্রায় ৩০ কোটি মুসলিম বসবাস করে। ২০৫০ সালের পর পৃথিবীতে মুসলিমদের সংখ্যা খ্রিস্টানদের ছাড়িয়ে যাবে। কারণ হলো, এখনো পর্যন্ত ইসলাম সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম। আবার অন্য ধর্মাবলম্বীদের সংখ্যা সেখানে কমছে। আফ্রিকা এবং এশিয়ার দরিদ্র জনগোষ্ঠীর ধর্মান্তর এবং অধিক জন্মহার মুসলিম সংখ্যা বৃদ্ধির প্রধান কারণ।

পশ্চিমে বিশেষ করে ইউরোপে মুসলিম বিশ্ব থেকে মাইগ্রেন্ট হয়ে আসা দ্বিতীয় কিংবা তৃতীয় জেনারেশনের অনেকে ইসলাম ধর্ম থেকে বেরিয়ে ধর্মহীন পশ্চিমা সংস্কৃতি এবং পরিচয়কে প্রাধান্য দিচ্ছে। আবার একুশ শতকে ইউরোপীয় নেটিভ মুসলিম এবং ইমিগ্রান্ট হয়ে আসা মুসলিমদের কেউ কেউ অর্থোডক্স ইসলামকে প্রাধান্য দিচ্ছে ।

প্রতিবছর প্রায় পাঁচ লক্ষ লোক মুসলিম হয় অন্য ধর্ম থেকে। বছরে ১৫ লক্ষ লোক খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। আবার ১১ লক্ষ খ্রিস্টান অন্য ধর্মে চলে যায়। বছরে প্রায় চার লক্ষ মুসলিমও ইসলাম ছেড়ে অন্য ধর্মে চলে যায়। শ্রীলংকান ক্রিকেটার তিলকারত্নে দিলশান ইসলাম ছেড়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন। আবার বিখ্যাত মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী খ্রিস্টান থেকে মুসলিম হয়েছেন। পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ খ্রিস্টান থেকে মুসলিম হয়েছেন।

ভারতে প্রতিবছর প্রায় দশ হাজার হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে। আবার প্রায় ছয় হাজার মুসলিম থেকে অন্য ধর্মে চলে যায়। বিখ্যাত বলিউড নায়িকা নার্গিস দত্ত, সুনীল দত্তের বৌ, সঞ্জয় দত্তের মা, যিনি মুসলিম থেকে হিন্দু হয়েছেন। নাম ছিল ফাতিমা রশিদ, হিন্দু নাম নিয়েছিলেন নির্মলা দত্ত, কিন্তু সিনেমার নাম নার্গিস নামেই পরিচিত। সুনীল দত্তের নিজের নামও ছিল বলরাজ দত্ত। ওস্তাদ আলী আকবর খাঁর ছেলে আশিস খান মুসলিম থেকে হিন্দু হয়েছেন। আবার বিখ্যাত ব্রিটিশ সিঙ্গার কেট স্টিভেন্স খ্রিস্টান থেকে ইউসুফ ইসলাম নাম নিয়ে মুসলিম হয়েছেন। কলকাতার গায়ক হিন্দু সুমন চট্টোপাধ্যায় থেকে মুসলিম কবির সুমন হয়েছেন।

বিশ্বের সর্বমোট GDP ৯০ ট্রিলিওনের মতো। মুসলিম বিশ্ব জনসংখ্যার ২৫% হয়ে মাত্র আট ট্রিলিয়ন বিশ্ব অর্থনীতিতে যোগায়। যা মাত্র ১০%।