করপোরেট ছাগলটা গরু হতে চায়

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মার্চ ২১, ২০২২

প্রকাশিত হলো কবি সাঈফ ইবনে রফিকের প্রথম গল্পের বই ‘করপোরেট ছাগলটা গরু হতে চায়’। তিন ফর্মার পেপারব্যাক সংস্করণে বইয়ের ভূমিকা লিখেছেন যুক্তরাজ্যের লিভারপুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তানভীর রাতুল।

প্রচ্ছদ করেছেন মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী তেরেসা সাঈফ। যুক্তরাজ্যভিত্তিক প্রকাশনা সংস্থা এন্টিভাইরাস পাবলিকেশন জানিয়েছে, বই থেকে পাওয়া অর্থ এসওএস শিশু পল্লীকে দেওয়া হবে।

বইয়ের গায়ের মূল্য পাঁচশো টাকা। লেখকের অটোগ্রাফসহ পাঁচ হাজার টাকা, ফটোগ্রাফ/সেলফিসহ দশ হাজার টাকা। বইটি সাধারণভাবে বাজারজাত করা হচ্ছে না।

এন্টিভাইরাস পাবলিকেশনের ফেসবুক পেইজে যোগাযোগসাপেক্ষে একটি নির্দিষ্ট ফোন নম্বরে বিকাশ করলে ডাক-মারফত ক্রেতার ঠিকানায় বইটি পাঠিয়ে দেবে প্রকাশনা সংস্থাটি।