গোপালগঞ্জে হামলার প্রতিবাদে শাহবাগে ৪০ মিনিটের ব্লকেড

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুলাই ১৬, ২০২৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে ৪০ মিনিটের অবরোধ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্র সংসদ ও নাগরিক পার্টির নেতাকর্মীরা।

আজ বুধবার বিকেল ৫টা ২০ মিনিটে ব্লকেড শুরু হয়ে সন্ধ্যা ৬টার দিকে নতুন কর্মসূচি ঘোষণার মধ্যদিয়ে এ কর্মসূচি শেষ হয়। শাহবাগ মোড়ের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা। এতে সাময়িক যান চলাচল বিঘ্নিত হয়।

ব্লকেডে অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আব্দুল কাদের বলেন, “আওয়ামী দোসররা আবারও সন্ত্রাসের পথে ফিরে যাচ্ছে। যারা গণ-আন্দোলনের স্বপ্ন দেখে, তাদের দমন করতেই এ হামলা। আজ ছাত্র-জনতা আবারও হামলার শিকার হচ্ছে, আর প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে।”

তিনি আরও বলেন, “যারা এ হামলাকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করছে তাদের জন্য এ দেশের মাটিতে জায়গা হবে না। পুলিশ নির্লিপ্ত, এটা কি কোনো বিশেষ মহলের নির্দেশে হচ্ছে? সরকার জুলাই আন্দোলনের ন্যূনতম আকাঙ্ক্ষাও পূরণ করতে ব্যর্থ হয়েছে।”

ব্লকেড থেকে বক্তব্য দেন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার। তিনি বলেন, “গোপালগঞ্জের হামলার প্রতিবাদে আমরা দেশব্যাপী ব্লকেড কর্মসূচির ডাক দিয়েছি। দেশের বিভিন্ন জায়গায় এরই মধ্যে অবরোধ শুরু হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না-হলে আবারও রাজধানীসহ সারাদেশে কঠোর ব্লকেড কর্মসূচি দেওয়া হবে।”