
চলচ্চিত্র নির্মাতা সুভাষ দত্তের আজ মৃত্যুদিন
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : নভেম্বর ১৬, ২০২৩
নন্দিত চলচ্চিত্র নির্মাতা, চিত্রশিল্পী ও অভিনেতা সুভাষ দত্তের আজ ১১তম মৃত্যুদিন। বার্ধক্যজনিত কারণে ২০১২ সালের ১৬ নভেম্বর রাজধানীর রামকৃষ্ণ মিশন এলাকার নিজ বাড়িতে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮২ বছর।
সুভাষ দত্ত ১৯৩০ সালের ৯ ফেব্রুয়ারি দিনাজপুরে মামাবাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি ৬০ দশক থেকে বাংলা চলচ্চিত্রের পরিচিত মুখ। তার কর্মজীবনের শুরু হয়েছিল সিনেমার পোস্টার এঁকে। এ দেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ এর পোস্টার ডিজাইনার হিসেবে কাজ করেন তিনি।
‘মাটির পাহাড়’ চলচ্চিত্রে আর্ট ডিরেকশনের মধ্য দিয়ে তার পরিচালনা জীবন শুরু হয়। এরপর তিনি এহতেশাম পরিচালিত ‘এ দেশ তোমার আমার’ ছবিতে প্রথম অভিনয়ের সুযোগ পান। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘সুতরাং’ (১৯৬৪) এবং সর্বশেষ চলচ্চিত্র ‘ও আমার ছেলে’ ২০০৮ সালে মুক্তি পায়।
তিনি বেগম রোকেয়ার জীবন ও কর্ম নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করার ইচ্ছা পোষণ করলেও তা পূরণ করে যেতে পারেননি। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে তার সুদীর্ঘ কর্মজীবনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে ১৯৭৭ সালে শ্রেষ্ঠ প্রযোজক-পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ১৯৯৯ সালে একুশে পদক প্রদান করে।
এছাড়া তিনি দেশি-বিদেশি অসংখ্য সম্মাননা লাভ করেন।