পর্নো জগৎ সম্পর্কে মিয়া খলিফার ভয়াবহ তথ্য

প্রকাশিত : আগস্ট ২৫, ২০১৯

পর্নো জগৎ সম্পর্কে ভয়াবহ তথ্য দিলেন সাবেক পর্নো তারকা মিয়া খলিফা। সম্প্রতি তার একটি সাক্ষাৎকার নিয়েছেন মেগান অ্যাবোট। এর ওপর ভিত্তি করে কয়েকদিন আগে অনলাইন বিবিসি একটি প্রতিবেদন প্রকাশ করে।

সাক্ষাৎকারে ২৬ বছর বয়সী লেবাননি তরুণী মিয়া খলিফা বলেন, “একজন যুবতী যখন বিপন্ন অবস্থায় পড়ে, বিপদে পড়ে, তখন তার সঙ্গে চুক্তি করে পর্নো করপোরেশনগুলো। এসব চুক্তি বৈধভাবে করা হয়। এর মধ্য দিয়ে ফাঁদে ফেলা হয় ওই যুবতীকে। সে তুলনায় পারিশ্রমিক যে দেয়া হয়, তা নয়।”

মেগান অ্যাবোটের কাছে মিয়া খলিফা আরো বলেন, “পর্নো দুনিয়ায় কাটিয়ে আসা অতীতকে আমি এখনো মেনে নিতে পারিনি। ওইসব বিষয়ে আমি যদি থাকি, তাহলে তা এই আমি নই। মানুষ ভাবে, আমি এসব ছবিতে অভিনয় করে কোটি কোটি টাকা আয় করেছি। কিন্তু তাদের এ ধারণা ভুল। অভিনয়ের ক্যারিয়ারে উপার্জন করেছি মাত্র ১২,০০০ ডলার। এরপরে ওই খাত থেকে আর একটি পয়সাও পাইনি কখনো।”

উল্লেখ্য, এ বছরের শুরুর দিকে রবার্ট স্যান্ডবার্গের সঙ্গে এনগেজমেন্ট সম্পন্ন করেছেন মিয়া খলিফা। প্রেমিক সম্পর্কে তিনি বলেন, “আমি যাই করি, তাতেই প্রশংসা করে আমার প্রেমিক। আমি মনে করি, আমি কখনো আমার প্রেমিকের মতো একজন মানুষ খুঁজে পাব না।”

মিয়া খলিফার নামে এখনো একটি সচল ওয়েবসাইট আছে। কিন্তু এর মালিকানা বা লভ্যাংশ তার নয়। এ বিষয়ে মিয়া খলিফা বলেন, “গত বছর আমি চেয়েছি ওই সাইটটির নাম সরাসরি আমার নামানুসারে না রেখে পরিবর্তন করার অনুরোধ করেছি। আমার অতীত জীবনের জন্য অনেক কোম্পানি আমাকে কাজ দিতে চায় না। এতে আমি ভেঙে পড়ি।”

মিয়া খলিফা মাত্র তিন মাস পর্নো ছবিতে অভিনয় করেন। এরপর ২০১৫ সালে তিনি ওই জগৎ থেকে বেরিয়ে আসেন। তবে এখনো তিনি পর্নো বিষয়ক একটি ওয়েবসাইটে হাই র‌্যাংকড তারকা।

পর্নো জগৎ ছেড়ে মিয়া খলিফা এখন স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। কিন্তু তাকে প্রতিকূল সময় পেরুতে হচ্ছে। এখন তিনি স্পোর্টস বিষয়ক ক্যারিয়ার গড়ার চেষ্টা করছেন।

২০১৪ সালের অক্টোবরে মিয়া খলিফা প্রথম পর্নো ছবিতে অভিনয় করেন। আর ডিসেম্বর মাসের মধ্যে মিয়া খলিফা একটি পর্নো বিষয়ক ওয়েবসাইটে এক নম্বর পারফরমার নির্বাচিত হন।