পাকিস্তানে সরকারবিরোধী আলোন্দন ডু অর ডাই: পিটিআই

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুলাই ১৪, ২০২৫

সরকারবিরোধী আন্দোলনকে ডু অর ডাই বলে আখ্যা দিয়ে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নতুন কর্মসূচিকে দলের ভবিষ্যৎ নির্ধারণের আন্দোলন হিসেবে বর্ণনা করেছেন খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর।

লাহোরে সংবাদ সম্মেলনে সালমান আকরাম রাজাসহ অন্যদের সঙ্গে উপস্থিত থেকে গান্দাপুর বলেন, “৯০ দিনের মধ্যে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, রাজনীতি করব কিনা। এই আন্দোলন হবে ডু-অর-ডাই প্রকৃতির।”

সাবেক ক্ষমতাসীন দলের এই আন্দোলন শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ৫ আগস্ট চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে বলে জানানো হয়েছে। ওই দিন পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের কারাবন্দির দুই বছর পূর্ণ হবে। আন্দোলনের অন্যতম লক্ষ্য ইমরান খানের মুক্তি নিশ্চিত করা।

২০২২ সালে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ইমরান খানের ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পিটিআই পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) এবং পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) নেতৃত্বাধীন বর্তমান সরকারের সঙ্গে দ্বন্দ্বে রয়েছে।

দলের নেতৃত্ব ও শীর্ষ পর্যায়ের নেতারা, যেমন শাহ মেহমুদ কোরেশি, ইয়াসমিন রশিদ, এজাজ চৌধুরীসহ অনেকেই একাধিক মামলায় জেলে রয়েছেন। যদিও বন্দি নেতারা সংলাপের পক্ষে অবস্থান নিয়েছেন, ইমরান খান এর আগে সাফ জানিয়ে দেন যে আর কোনো সংলাপ নয়, রাস্তায় আন্দোলনই হবে একমাত্র পথ।

গান্দাপুর বলেন, “আমরা পাকিস্তানের জনগণের জন্য যুদ্ধ করছি। আমাদের বিরুদ্ধে আবার ফ্যাসিস্ট অভিযান শুরু হয়েছে এবং আমাদের সাংবিধানিক আন্দোলনের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “সোমবার লাহোরে সমাবেশের অনুমতির জন্য আবেদন করবো। আমাকে লাহোরে সমাবেশ করার অনুমতি দিন, কোনো সুবিধা দিতে হবে না। খাইবার পাখতুনখাওয়ায় কেউ সমাবেশ করতে চাইলে আমি তাদের অনুমতি ও সুবিধা দেব।”

সংলাপ নিয়ে গান্দাপুর বলেন, “ইমরান খান সংলাপে রাজি আছেন, তবে যারা সিদ্ধান্ত নিতে পারে তাদের সঙ্গেই সংলাপ হতে হবে। ৯০ দিনের মধ্যে সংলাপ করুন এবং বর্তমান সমস্যার সমাধান করুন। আমরা আমাদের ভুলের জন্য শাস্তি ভোগ করতে প্রস্তুত, তবে দেশের আইন সবার জন্য সমান হতে হবে।”

এ সময় জামিয়াতে উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমানকে নির্বাচনে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে গান্দাপুর বলেন, “মাওলানা যদি জিততে না পারেন, তবে রাজনীতি ছেড়ে দিন।”

জেইউআই-এফ প্রধানের বক্তব্যের প্রেক্ষিতে এই মন্তব্য করেন গান্দাপুর। ফজলুর রহমান সম্প্রতি বলেছিলেন, “প্রদেশে পরিবর্তন আনা উচিত এবং সেটি পিটিআই-এর ভেতর থেকেই আসা উচিত।”

এটি খাইবার পাখতুনখাওয়ায় গান্দাপুর সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সম্ভাবনা নিয়ে গুঞ্জনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। সূত্র: জিও নিউজ