বাংলাদেশিদের পণ: আইন শিখবো না, সভ্যতা শিখবো না

তৌফিকুল ইসলাম পিয়াস

প্রকাশিত : এপ্রিল ২৫, ২০২০

বিদেশ ভ্রমণ বা অন্য কোনো বিষয়ে উদাহরণ টানলে আমি সাধারণত হংকং প্রসঙ্গ তুলি। বাস্তবতা হলো, হংকং আমাকে অনেক বিষয়েই চোখ খুলে দিয়েছিল। হংকংয়ের প্রতি আমি কৃতজ্ঞ। এটাও প্রথম হংকং ভ্রমণেরই কথা।

হংকং ভ্রমণের আগপর্যন্ত আমি ভারতের দিল্লি, কলকাতা, গোরাকপুর, নৈনিতাল এবং নেপালের কাঠমান্ডু, সোনেয়ালি আর পশুপতিনাথ ভ্রমণ করেছি। ওহ সরি, ভারতের শিলিগুড়ি, দার্জিলিং, সিকিমের গ্যাংটক, নাথুলা চায়নিজ বর্ডারও দেখেছি। বাস্তবতা বলে, ভারত, বাংলাদেশ বা নেপালের আর্থ সামজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে আহামরি কোনও পার্থক্য নির্ণয় করা কঠিন। সুতরাং বিদেশ ভ্রমেণের ‘সেভাবে’ বললে কোনও অভিজ্ঞতা আমার ছিল বলে আমার মনেই হয়নি, হংকং যাবার পর। সেই অর্থে হংকংই আমার দেখা সত্যিকারের ‘প্রথম বিদেশ’।

সুবিশাল এয়ারপোর্ট। একপাশে সাগর আর একপাশে পাহাড়। ভোরের আকাশ থেকে নিচে তাকিয়ে সাগরের নীল জলরাশির উপর চলমান সাদা পালের ও ইঞ্জিন চালিত বোটগুলিই আমার অবচেতন মনে আমাকেই বলে দিল, এ অন্য পৃথিবী। তোমার চেনা-জানার বাইরের সত্যিকারের বিদেশ। অপরূপ সুন্দর ভোরের সেই আকাশ থেকে নীল সাগরের সঙ্গে মিশে যাওয়া হংকং এয়ারপোর্টটি। কলকাতায় প্রথম দেখি এসকেলেটর এবং ক্যাপসুল লিফট। তারও অনেক পর ঢাকার ইস্টার্ন প্লাজায় বাংলাদেশের প্রথম এসকেলেটর বসে। কিন্তু ‘চলমান রাস্তা’ আমি প্রথমবার দেখি সেই হংকং এয়ারপোর্টের ভেতরেই।

আমি খুব খুশি। আমি তো সব সময় নতুন কিছুর জন্যই অপেক্ষায় থাকি। ছোট্ট বাচ্চাদের মতোই অনুভব ছিল আমার। হংকং ভরাই ‘চলমান রাস্তা’। অসংখ্য ফুটপাত দেখেছি চলমান রাস্তা এবং সেই রাস্তা আবার সম্পূর্ণভাবেই শীতাতপ নিয়ন্ত্রিত। এসকেলেটর হংকংয়ের অতি সাধারণ বিষয় যেন!

হংকংয়ে ব্যক্তিগত গাড়ির সংখ্যা খুবই কম। পাবলিক ট্রান্সপোর্ট এবং সাবওয়ে ট্রেন সার্ভিস অত্যাধুনিক। প্রাইভেট কারের প্রয়োজন কি? এছাড়া রয়েছে সর্বত্র সুবিশাল প্রসস্ত এবং অত্যন্ত পরিচ্ছন্ন ফুটপাত। ঝকঝকে, তকতকে। আমি হেঁটে বেড়াই। ভালো লাগাগুলি আমাকে আঁকড়ে রাখে। কিন্তু পরেরদিনই একটা বিষয় হঠাৎ আমার দৃষ্টিতে আটকালো।

কেন যেন মনে হলো, এসকেলেটর পার হবার সময় ‘অন্যরা’ আমার দিকে যেভাবে তাকায় তাতে পরিষ্কার আমি তাদের বিরক্তির কারণ। আমি চিন্তায় পড়ে গেলাম। কিন্তু আমিতো কখনও কারো বিরক্তির কারণ হতে রাজি নই। আমি কোনও আইন অমান্য করছি? আমি কি এমন কোনও পোশাক পরেছি, যা অরুচিকর? নাহ্। আমি তো কখনোই এমন কিছু করি না। এসব বিষয়ে আমি সবসময়ই অত্যন্ত সচেতন থাকি। তাহলে?

প্রব্লেমটা কোথায়? আমাকে খুঁজে বের করতেই হবে, কেন আমি অন্যের বিরক্তির কারণ হয়ে গেলাম এই সুদূর হংকংয়ে। মাথা ঠাণ্ডা রাখলাম। কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলাম। দ্রুত কারণ অনুসন্ধান করছি। আমি কারো বিরক্তির কারণ হতে পারবো না! আমাকে খুঁজে বের করতেই হবে, কি অপরাধ আমার? এবার আবার হাঁটা শুরু করলাম। ওটা ছিল ওয়েন চাই এলাকা। একটা বড় শপিং মল। এসকেলেটরে উঠতে যাব, হঠাৎ প্রব্লেমটা পেয়ে গেলাম।

নিজে নিজে বিজয়ীর হাসি হেসে দিলাম। এরপর আর তো কেউ আমার দিকে বিরক্তির চোখে তাকাচ্ছে না! আসলে খুবই সাধারণ একটা সমস্যা ছিল। এই সমস্যাটা আমেরিকায় হলে আমি শিখতেই পারতাম না। এসকেলটরে চড়ার নিয়মজনিত সমস্যা। আপনি যদি এসকেলটরে দাঁড়িয়ে থাকতে চান তাহলে আপনাকে ডানদিকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে। আর যদি আপনার তাড়া থাকে বা দ্রুত যেতে হাঁটতে চান তো, বাঁ দিক দিয়ে হেঁটে আগে চলে যান, থামবেন না।

বিষয়টা আমি পরিষ্কার হয়ে গেলাম। এবং ‘সভ্য’ হয়ে গেলাম। ওই ভ্রমণ শেষে ঢাকা ফিরবো। হংকং এয়ারপোর্ট ইমিগ্রেশনের ভেতরে আমি হাঁটছি একা একা। হঠাৎ লক্ষ্য করলাম, কেউ একজন আমাকে নাম ধরে চিৎকার করে ডাকছে। কিছুটা বিস্মিত হলাম। এখানে কে আবার আমাকে ডাকবে? পেছন দিকে তাকালাম। হ্যাঁ। মগবাজারের সিয়াম টেলিকমের মালিক আমার বন্ধু আহাদ। আমাকে জড়িয়ে ধরলো। অনেকদিন বাদে দেখা। অনেক গল্প।

একপর্যায়ে জানতে চাইলো, প্রথমবার হংকং ক না। আমি বললেন, হ্যাঁ। আহাদ উচ্চস্বরে হেসে দিল, প্রথমবার হংকং! শালা, তুই প্রথমবার হংকং এসেছিস! শোন, প্রথমবার হংকং ভ্রমণের অর্জন জানিস? আমি বললাম, না, কেন! আহাদ বলল, প্রথমবার হংকং মানে হলো, ঢাকা ফিরে রাতে বেডে শুয়ে বউয়ের কাছে গল্প করা— হংকং অনেক বড় শহর, প্রচুর বড় বড় বিল্ডিং, সাবওয়ে, বিশাল রাস্তা, ১২ আর ৭২ বছরের মেয়ে দেখতে সব একই রকম দেখতে! এইসব। এরচে বেশি আর কোনো অভিজ্ঞতা অর্জন করা কি সম্ভব, বল?

আমি হাসলাম। কিছু বললাম না। সব কথার উত্তর দিতে হয় না। ঢাকায় বসুন্ধরা শপিং সেন্টার চালু হলো, প্রচুর এসকেলেটর। আরও অনেক অনেক ভবনেই এসকেলেটর বসেছে। কিন্তু ঢাকার মানুষ কি জানে কিভাবে এসকেলটরে চড়তে হয়? আমি যখনই ঢাকায় এসকেলেটরে চড়তাম, নিজেকে সচেতন রাখতাম, আইন ভঙ্গ করতাম না। কিন্তু কাউকেই দেখিনি তার পরের ১৫ বছরে এই সাধারণ আইনটা জানে। কয়েকবার কয়েকজনকে পার্সোনালি অনুরোধ করতে যেয়ে উল্টো বিব্রত হয়েছি। উৎসাহ হারিয়েছি।

অথচ প্রতিদিন হাজার হাজার বাংলাদেশি বিদেশ ভ্রমণে যায়। চায়না, হংকং, মালয়েশিয়া, দুবাই। কাউকেই দেখিনি, বিষয়টির দিকে খেয়াল দিতে। যে যেভাবে পারে হুড়োহুড়ি করে। ডান-বাম কোনও ব্যাপার? আমাকে যেতে হবে, আমি যাব। কিসের আইন, কিসের নিয়ম? অপর দিকে আমেরিকার মানুষ অতিরিক্ত পর্যায়ের সভ্য। এদেশের আপনি কিউইতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রয়েছেন। কেউ একজন সকলকে ওভারটেক করে সামনে চলে গেল, না, এখানে কেউ বিরক্ত হবে না। সামনের জন্য হয়তো একটু মুচকি হাসবে।

কেউ ডান-বাম না মেনে উল্টাপাল্টা হাঁটাচলা করলেও কেউ বিরক্ত হবে না। কিছুই বলবে না। যেন কিছুই হয়নি। তাহলে কিভাবে শিখবেন? মাঝে মধ্যে ‘বিরক্তি’রও প্রয়োজন রয়েছে। না, আজ আমেরিকার কোনও কথা বলবো না। শুধুই বাংলাদেশ। আমরা কোনও আইন শিখবো না, সভ্যতা শিখবো না। এটাই বাংলাদেশিদের ‘পণ’।

জেএফকে এয়ারপোর্টে চমৎকার সভ্যতা প্রদর্শনকারী যে বাংলাদেশি সদা সচেতন কেউ বিরক্ত হলো কি না, সেই বাংলাদেশিই ঢাকা এয়ারপোর্টে নেমেই কাকে পেছনে ফেলে কে আগে যাবে, সেই প্রতিযোগিতায় লিপ্ত হয়। বাংলাদেশ ভূখণ্ডে পা দেবার পর আমরা সকলে অসভ্য হয়ে যাব, এটাই নিয়ম! আমি যখন ঢাকা থাকতাম, প্রচুর ফোন রিসিভ করতে হতো। আমি হয়তো ভাত খাচ্ছি কিম্বা মোবাইল বেডরুমে রেখে ড্রয়িং রুমে আছি, এই সময়ে কেউ ফোন করলো। আমি ধরতে পারলাম না। দেখা যায়, অনেকেই পরপর ১৫-২০ বার কল দিচ্ছে একটানা!

আরে বাবা, এটা কোন সভ্যতা! একবার ফোন করলেই হয়। আমি যখন ফ্রি হবো মিসড কল দেখে নিশ্চয়ই কল ব্যাক করবো। না, সেটা হবে কেন? অসভ্যতা না করলে কি চলে আমাদের? কারো ব্যক্তিগত কোনো কাজ রয়েছে কিনা, অথবা বাথরুমে রয়েছে কিনা— ওসব ভাববার তো কোনো প্রয়োজনই নেই। আবার হয়তো দু’একটা ফোন মিসড হয়েছে, বা ১৫ মিনিট পর আবারও কল দিল, ফোন রিসিভ করাতেই ‘আমার ফোন ধরেন না কেন?’ আচ্ছা, আমি কি বাথরুমে মোবাইল নিয়ে ঢুকি? বাংলাদেশে এসব আমাদের কমন অসভ্যতা।

ফেসবুকে দেখা যাচ্ছে, অনেকেই আপনার টাইমলাইনে তার নিজের কিছু ট্যাগ করে দিচ্ছে? কেন? আমি কেন আপনার টাইমলাইনে ট্যাগ করতে যাব? এটা কোন ধরনের শিক্ষা! আপনি অনুমতি চাইতে পারেন, আমি যদি অনুমতি দিই তখন করুন। কিন্তু আপনি অনুমতি চাইবেন কেন? আসলে আমরা সকলেই নিজেকে ‘অনেক ইমপর্টেন্ট’ ভেবে বসে থাকি। অন্যকে ‘গুরুত্বপূর্ণ’ ভাবার প্রয়োজনও বোধ করি না। কিংবা ‘সম্মান’ করতেও রাজি নই। একটা সম্প্রদায় আছে, আরও এক ডিগ্রি এগিয়ে। এরা কথা নেই, বার্তা নেই; চিনি না জানি না— অনুমতির তোয়াক্কা না করেই হঠাৎ ফেসবুকে কল দিয়ে বসে! আরে, এটা আবার কোন ধরনের সভ্যতা!

আরেকটা কথা বলি। অনেকেই দেখি, প্রথম পরিচয়ে চট করে আপনি কি করেন? ইনকাম কত? বিয়ে করেননি কেন? সন্তান নেননি কেন? ওইটা করলেন না কেন? এটা করতে ভালো হতো! আরও কত কত পরামর্শ এবং প্রশ্ন! ভাইরে, আপনি কে এসব প্রশ্ন করার? ন্যূনতম সভ্যতা বা শিক্ষা যদি থাকে ‘অনুমতি চান’, আমার অনুমতি নিয়ে আমাকে ব্যক্তিগত প্রশ্ন করেন। আমি অখুশি হবো না। ‘অনুমতি’ নিয়ে প্রশ্ন করাটাও একটা সভ্যতা।

আবার অপরিচিত অনেককেই এও দেখা যায়, ‘খেজুরে আলাপ’ শুরু করে দেয়। ভাই কেমন আছেন, কি করতেছেন? কোথায় পড়াশোনা করেছেন, কি খেয়েছেন? আরে বাবা, এসব জেনে আপনি কি করবেন? আমাকে নিয়ে গবেষণা করতে চাচ্ছেন? পিএইচডি করবেন আমার উপর? করতে চাইলে করেন, আমার আপত্তি নেই; তবে সেটা আমার মৃত্যুর পর না হয় করেন। এত ব্যস্ত হবার কিছু নেই।

অনেকেই দেখা যাচ্ছে, কোনো কারণই নেই, শুধুশুধু কেমন আছেন, কোথায় আপনি? কথা বলা যাবে? এসব বাহুল্য কথা! আপনার আমাকে দরকার হতেই পারে। জরুরি কাজ থাকতেই পারে। জরুরি পরামর্শ চাইতেই পারেন। আমার কোনো অসুবিধে নেই। আপনি আমার কাছে জরুরি হলে জানতে চান, শেয়ার করেন। কিন্তু অপ্রয়োজনে কেন আমার সময় নষ্ট করবেন? সে অধিকার আপনাকে কে দিল?

কাজ নেই, দরকার নেই, শুধু শুধু অযাচিত বিরক্ত করার কি কোনো প্রয়োজন রয়েছে? কিন্তু আমি যে ব্যস্ত সেটা আপনাকে বুঝতে হবে। আমার ব্যস্ততাকে আপনার সম্মান জানাতে শিখতে হবে। আমি এরই মধ্যে অনেককেই ‘ম্যাসেজ ব্লক’ করে রেখেছি। কি করার আছে বলুন? জাকারবার্গকে কৃতজ্ঞতা, ব্লক অপশনটি দেবার জন্য।

আচ্ছা, মনে করেন একটা মেয়েকে আপনার পছন্দ হলো, তাকে আপনি নক করতেই পারেন। সে হয়তো আপনাকে উত্তর দিল বা সুযোগ দিল কথা বলতে। আপনি প্রথমেই তাকে প্রশ্ন করে বললেন, আপনি কি বিবাহিত? এটা কিছু হলো? তারচে আপনি দু’একটা কথা বলে তারপর যদি সুন্দর করে তাকে বলেন, আমি কি আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করতে পারি?

এরপর কিন্তু মেয়েটাও আপনার সুন্দর আচরণে আপনাকে সম্মান জানাবে। এরপর তাকে সীমার মধ্যে থেকে যে কোনো প্রশ্ন করেন। সেটা কি একটু বেশি সুন্দর লাগবে না? আপনি কি তা করেন? সুন্দর করে অনুমতি নিয়ে যে কাউকে অনেক কঠিন প্রশ্নও করা যায়। আসল সত্যটি হলো, আমাদের পারিবারিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা। আমরা সেখান থেকে ‘সভ্যতা’ শিখিনি। কিভাবে সভ্যতা প্রদর্শন করবো!

কিন্তু তাই বলে কি আমরা পরিবেশ থেকেও শিখবো না। একটু ‘বেশি সভ্য’ হলে কি আমাদের ‘খুব বেশি ক্ষতি’ হয়ে যাবে?