বিক্ষোভে ফুঁসে উঠেছে ফ্রান্স

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মার্চ ২৪, ২০২৩

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ সরকারি কর্মচারীদের অবসরে যাওয়ার বয়স বাড়ানোর উদ্যোগ নেওয়ায় প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে দেশটি। বৃহস্পতিবার বিক্ষোভকারীরা বোর্দো টাউন হলে আগুন জ্বালিয়ে দেয়।

 

বৃহস্পতিবার ফ্রান্সজুড়ে ১০ লাখের বেশি মানুষ রাস্তায় নামে। এরমধ্যে শুধু প্যারিসে এক লাখ ১৯ হাজার মানুষ প্রতিবাদ করে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া পরিসংখ্যানে এ তথ্য দেওয়া হয়েছে।

 

দেশটির পুলিশ রাজধানীতে বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এছাড়া দেশজুড়ে অন্তত ৮০ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

 

সরকারি কর্মীদের অবসরে যাওয়ার বয়স ৬২ বছর থেকে বাড়িয়ে ৬৪ করার নীতিমালা কার্যকর করায় এই আন্দোলন শুরু হয়। আর এ নিয়েই প্রতিবাদে উত্তাল দেশটি। সূত্র: বিবিসি