
‘সুশীলতার মোড়কে লীগকে ফেরালে প্রতিহত করা হবে’
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুলাই ১৭, ২০২৫
সুশীলতার মোড়কে আওয়ামী লীগকে ফিরিয়ে আনলে শক্ত হাতে প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
আখতার হোসেন বলেন, “ভারতের সেবাদাসরা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার স্বপ্ন দেখছে। দেশে মুজিববাদী কোনো রাজনীতির জায়গা হবে না। গণতান্ত্রিক ব্যবস্থায় আওয়ামী লীগের কোনো স্থান হবে না।”
তিনি আরও বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে হলে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। সুশীলতার মোড়কে কেউ আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চাইলে তা জনগণ শক্ত হাতে প্রতিহত করবে।”
মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, “জুলাই বেঁচে থাকতে আওয়ামী লীগের কোনো স্থান হবে না। গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের হামলার সমুচিত জবাব দেওয়া হবে। গোপালগঞ্জকে আওয়ামী লীগমুক্ত করা হবে।”
এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সচিব ডা. তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ প্রমুখ।
সমাবেশ শেষে শহরের আলীপুরে জেলা পার্টি অফিস উদ্বোধন করেন নেতারা। পরে আলীপুর গোরস্থানে জুলাই শহিদদের কবর জিয়ারত করেন এবং শহিদ পরিবারের সঙ্গে কথা বলেন। এরপর রাজবাড়ীতে পদযাত্রার উদ্দেশে রওয়ানা দেন নেতাকর্মীরা।
এর আগে আজ সকাল থেকেই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় সহিংসতার ঘটনার পর ফরিদপুরে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয় শহরের জনতা ব্যাংক মোড়ের সমাবেশ স্থলসহ শহর এলাকা। সেনাবাহিনীর পাশাপাশি পাঁচ শতাধিক পুলিশ, গোয়েন্দা বাহিনী, কোস্টগার্ড ও র্যাব কঠোর অবস্থানে ছিল।