আশিক আকবরের ভ্রমণকবিতা

প্রকাশিত : জুন ১৯, ২০১৮

ভ্রমণ

শহর সমুদ্রের ফেনা
ভাঙে
গড়ে
মনে করো পম্পেই। মহেনজোদারু।
কামারশালার পাশে মাধবীলতার ঝোপ।
আমের ভেতর উড়া টিয়া পাখি।
বহমান গ্রাম
সমুদ্রের আরো এক রূপ।
গ্রামে থাকি।

দুই.
যতই দূরে যাচ্ছি
তত তোমার হয়ে উঠছি।
আর ফিরে পাচ্ছি নিজেকেই।

কনিকা

পিতার উপস্থিতি টের পাই, নিজের মধ্যেই।
যখন অন্ধকারে এক হাজার তারারা উড়ে যেতে চায়।
আর একটা বাঘ, ছাল চামড়া খুলে দুই পায়ে দাঁড়ায়।

দুই.
ট্রেন পুরুষ নয়, নারী।
দোলায় দোলায় দুলনি উঠে যার।
কজন পুরুষই বা এটা জানে!
আহা,
নারী এখনো রহস্যে নিউট্রিনো।

তিন.
দোযখে যাবার ট্রেনটা,
স্টেশনে স্টেশনে এত থামছে যে,
জাহান্নাম জান্নাত না হলে
ও বোধহয় পৌঁছাবে না।

চার.
ইমাম সাহেব,
নামাজ পরায়ে পরায়ে জিন্দেগী করবেন বরবাদ?
কে পইরা দেবে আপনার আপনা নামাজ?
জীবিকার জিল্লতিতে বন্ ক্যান মুখের আওয়াজ?
দুনিয়ার ভেলকিতে ছাইড়া দিবেন জান্নাত!