অলঙ্করণ: দীপাঞ্জন সরকার

অলঙ্করণ: দীপাঞ্জন সরকার

এস এম শাহরুখ পিকলুর দুটি কবিতা

প্রকাশিত : জানুয়ারি ১৭, ২০১৮

অপাংক্তেয় আমি

তুমি কি জানো, তুমি কি?
তুমি কি জানো কতটা অপাংক্তেয় হয়ে পড়েছি আমি?
নিশ্চিহ্ন হতে হতে নিশ্চিহ্ন, অবান্তর
কালবোশেখির রাতে শনের ছাউনির মতো উড়ে চলে গেলেও
কেউ টের পায় না আমি ছাড়া, আমরা ছাড়া...

আমরার থেকে আমি ছুটে পড়ছি দিনে দিনে
একদিনে নয়, কিন্তু অবশ্যম্ভাবী গতিতে
আকার কেমন তা জেনেও জানি না
অভাব, বড় পিচ্ছল
তাতে পা ফেলে গড়িয়ে পড়া ঠেকানো যায় না
গড়িয়ে গড়িয়ে গড়িয়ে কবরে শেষ...
কেউ বলে, শেষ না
আমি মানতে পারি নাকো
কেন, তা যে জানা নেই,
কেউ কি জানে?

টাকা নেই, পয়সা নেই
নেই কোনও পেশির জোর
নৈতিকতা ধুয়ে আজকাল বালুই ওঠে,
সেই বালুকাবেলায় জলপানেও লাগে মুদ্রা,
মুদ্রার ঝনঝনাতি আজ ইতিহাস
তেষ্টায় প্রাণ যায়,
হোসেনের তাকত নেই যে, আমি গর্জে উঠব
সীমারের ধারেই যে গর্দান উপস্থিত
এ এক অন্য কারবালা
হেথায় নদীর নাম গঙ্গা, দামোদর বা অঞ্জনা
হেথায় নদীর কূলে ধানের সোনালি ছটা
হেথায় নদীর বাঁকে বাঁকে মেলা, পুজো
কিন্তু জলাধার তবুও সাধ্যের বাইরে
পয়সায় বিকি আর কিনি হেথা সব।

নদীর কূলে এসেও পানি না খেতে পারা
প্রেয়সীর যোনি থেকে রস আহরণ করতে না পারলে
টাকার কাণ্ডে হস্ত প্রসারিত করে টেনে না আনতে পারলে
যৌবনের সুধা পান করেও মাতাল না হলে
শিক্ষার জ্যো্তিতে দেহ ও মনটা আলোকিত না হলে
ধর্মকথা শুনেও ধর্মের প্রতি বিতৃষ্ণা না গেলে
মা-বাবার ভালোবাসাতে স্বার্থপরতা দেখতে না পেলে
থেকে যায় শুধু নিজ আর নিজে
তখন দর্পনে কী দ্যাখা যায়?
নিজেকে আর সবাই দেখে তাদেরকে।

ছুরিটা কোত্থেকে এলো জানি না, কিন্তু
তা যেন গলার এপাশ-ওপাশ করতে চায়
মৃত্যুই শেষ, মৃতুই আদিম, মৃত্যুই সব
হোক না সে নিজের হাতেই
জীবন চলুক জীবনের গতিতে
ঘড়ির কাটার মতো... টিক টিক...

শুধু আমি রক্তে রাঙা
অন্তত এই মুহূর্তে
এ সময়টা আমায় দিন
সময় যে ফুরিয়ে এলো
দিকচক্রবালে রাতের আঁধারে কোন সে তারা
আমি কি বা অন্য কেউ
সে তারার প্রতিনিধি হলাম না হয় আমি
তাও তো অপাংক্তেয় আমি
রয়ে গেলাম তাই।

বলাৎকার

জীববিজ্ঞানের অমোঘ নিয়ম
ভালোবাসাহীন
মায়াহীন
পুলকহীন
আদরহীন
দয়াহীন
স্নেহহীন
কাব্যহীন
নৃশংস দৈহিক মিলনেও প্রজন্মের বিস্তার।

ভ্রূণের সৃষ্টি, বেড়ে ওঠা
নিয়ম মেনে মাতৃত্ব
পৌরুষের দম্ভে পিতা অনুপস্থিত
নিশ্চুপ-নপুংসক-নিস্পৃহ সমাজ
নিরন্তর অবারিত নিষ্পেষণ
বংশানুক্রমিক চক্রবৃদ্ধি।