আরিত্র

আরিত্র

দৃশ্যসমূহ

স্বাক্ষর শুভ

প্রকাশিত : জানুয়ারি ২২, ২০১৮

থকথকে সকাল
ঝিঁমানো ঘোড়া আস্তাবলে
এই দিকে তাও ফোটে ফুল।

ধানখেত পেরিয়ে
হাঁস সব উড়ে যায়
নিথর জল।

মাঁচাঘর উবে যায়
দুধভাত হাতে
মা কাঁদে একা।

পিঁপড়া ঘিরে রয়
ভাঁজপড়া দুইহাত
কি মাঙ্গে খোদা?

খাঁ খাঁ দুপুর
পেঁচা ডাকে একা
শাদাফুল দোলে।

রোদ নিভে পুকুরে
শ’ খানেক উঁকুন
ভেসে যায়।

মাছ আর শাক
জড়াজড়ি করে
রুপালি প্লেট।

হেমন্তের বিকেল
জোনাকি আসার আগে
সূর্য চলে যায়।

আচমকা ছোটে হাওয়া
মন্দিরের দিক থেকে
কুকুর ঘেউ ঘেউ করে।

চাঁদ গিলে ফেলার আগে
বিষণ্ন মাছ
বড়শির কথা চিন্তা করে।