নিজেকে লুণ্ঠন করে নিয়ে যাবে ‘It ends with us’

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল

প্রকাশিত : অক্টোবর ৩০, ২০১৮

লিলির জন্য পারতপক্ষে এটি এতো সহজ ছিলো না, কিন্তু তবুও লিলির স্বপ্নকে বাস্তবায়নকে এটি লিলিকে কঠোর পরিশ্রম, অধ্যবসায়ের সামনে বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি। বেশ দূরের পথ পাড়ি দিয়ে Maine এর ছোট শহর থেকে লিলি এসেছিলো, যেখানে এসে তার শৈশব, কৈশোরের সময়গুলো কাটিয়েছিলো।

 

কলেজ থেকে গ্র্যাজুয়েশন পর লিলি Boston শহরে স্থানান্তরিত হয় এবং সেখানে নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে। সাড়ম্বর এবং সুদর্শন চেহারা নিউরোসার্জন Ryle Kincaid এর সাথে যখন লিলি পরিচিত হয়, লিলির স্বকীয় দুনিয়ায় বেশ আমূল পরিবর্তন ধরা দেয় যা সত্যিকার অর্থে বেশ সুগঠিত ছিলো।

 

Ryle মূলত অনেকটা দাবি-পূর্ণ, জেদি এমনকিও স্বল্প পরিসরে অহংকারীও ছিলো। একই সাথে সংবেদনশীল, বুদ্ধিমান এবং লিলির জন্য তার হৃদয়ে বেশ মধুর জায়গা ছিলো। Ryle এর তাকানোর মাঝে যেন একরাশ জলন্ত অগ্নি থাকতো সবসময়, যদিও লিলি কখনো Ryleকে নিজের কল্পনাশক্তি থেকে দূরে সরিয়ে রাখতে পারেনি। কিন্তু, Ryle এর সম্পর্কের প্রতি দৃষ্টিভঙ্গি বেশ নেতিবাচক ছিলো, এমনকি বিরক্তিকরও। Ryle এর ইচ্ছেধীন সম্পর্কটা যেন ‘বিশেষ মেলামেশায়’ থমকে যেতো, যদিও লিলি অবাক না হলে পারতো না কি ঘটনা তাকে ওখান থেকে সরিয়ে আনছে।

 

সময়ের সাথে সাথে পড়ন্ত বেলার মতো কিছু মুখোশের মোড়ক উন্মোচক হয়, হয়তো দুঃখের তীব্রতা লোহমর্ষক থাকে অথবা সময় মাত্র সবকিছু নতুন হয়ে যায়। তবে, দিন শেষে বা নীতি কথা ঊর্ধ্বে সম্পর্কের বিস্তারে উপন্যাসের চমকপ্রদ বাক্যটি সফলভাবে সার্থক হলো- “Sometimes it is the one who loves you who hurts you the most.”

 

নিজের ব্যক্তিগত পাঠ প্রতিক্রিয়ায় বলবো যে, it ends with us সাহিত্যের এক অনন্য উজ্জ্বল উপন্যাস। উপন্যাসের বেশিরভাগ অংশ বিজ্ঞান-কথাসাহিত্য এবং ফ্যান্টাসি রিডারের জন্য বেশ অনুরক্ত হবে।

 

নিজেকে লুণ্ঠন করে নিয়ে যাবে it ends with us, কিছুটা রোম্যান্স, কিছুটা ফ্যান্টাসি আর কিছুটা ট্র্যাজেডি এবং সমকালীন এবং শক্তিশালী মহিলা চরিত্র দিয়ে গঠিত হয়েছে it ends with us উপন্যাসটি।

 

উপন্যাসের শেষে লেখকের পক্ষ থেকে একটি ব্যক্তিগত বার্তা রয়েছে যা এই বই লেখার প্রেরণা ব্যাখ্যা করে। আপনি বইটি সম্পন্ন করার পরে এটি পড়ুন, এবং আপনি একটি  সময় ধাক্কা পাবেন।

 

আমি আশা করি এই লেখাটি হল কোলন হুভারের জন্য আবেগমুক্তিকর! আমি তার আগে কখনোই পড়িনি, কিন্তু এই বইটি লেখার জন্য আমি তার অনেক প্রশংসা করি, করছি। পাঠকদের এই বইটি পড়ার সাদর আমন্ত্রণ জানাচ্ছি।

একুশে বইমেলা ২০১৮