প্রধানমন্ত্রী ৮ জুলাই পুরস্কার প্রদান করবে

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মে ২৪, ২০১৮

তথ্য মন্ত্রণালয় এপ্রিল মাসের প্রথম সপ্তাহে নিজস্ব অয়েবসাইটে গেজেট আকারে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬’ বিজয়ীদের নাম প্রকাশ করে। বিজয়ীরা অধীর অপেক্ষায় আছেন কবে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তাদের হাতে তুলে দেয়া হবে।

তাদের অপেক্ষার পালা শেষ হবে ৮ জুলাই। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ী শিল্পী ও কলাকুশলীদের হাতে পুরস্কার তুলে দেবেন। তথ্য মন্ত্রণালয় থেকে এমনটাই জানানো হয়েছে।

এবছর আজীবন সম্মাননা পাচ্ছেন গুণী অভিনয়শিল্পী ববিতা ও ফারুখ। ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬’ তে সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা চিত্রগ্রাহকসহ সাতটি বিভাগে পুরস্কার জিতেছে অমিতাভ রেজার ‘আয়নাবাজি’ সিনেমাটি। সেরা গীতিকার, সেরা সুরকার ও সেরা সংগীত পরিচালকসহ চারটি পুরস্কার জিতেছে নাদের চৌধুরী পরিচালিত ‘মেয়েটি এখন কোথায় যাবে’ সিনেমাটি। তৌকির আহমেদের ‘অজ্ঞাতনামা’ সেরা চলচ্চিত্রের পাশাপাশি জিতে নিয়েছে সেরা কাহিনিকার ও সেরা খলচরিত্রের পুরস্কার।

একাত্তর মিডিয়া লিমিটেড ও মুক্তিযুদ্ধ জাদুঘর পুরস্কার পাচ্ছে সেরা প্রামাণ্যচিত্রের জন্য। এছাড়া চলচ্চিত্রশিল্পে অবদানের জন্য ২৬টি বিভাগে ২৯ জনকে পুরস্কার দিচ্ছে সরকার। ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬’ যে বিষয়টি সবচেয়ে আলোচিত হয় তা হলো, ‘সেরা নৃত্য পরিচালক’ বিভাগটি। এ বিভাগে সেরা নৃত্য পরিচালক হিসেবে নাম ঘোষণা করা হয় মোহাম্মদ হাবিবের। ‘নিয়তি’ সিনেমাটির ‘ঢাকাই শাড়ি’ শিরোনামের গানটির জন্য তাকে সেরা নৃত্য পরিচালকের পুরস্কারে মনোনিত করা হয়। কিন্তু তিনি নিজেই সিনেমাটিতে কাজ না করার কথা জানান। ফলে আলোচনা সমালোচনা মধ্যে সেরা নৃত্য পরিচালক বিভাগটিই বাতিল ঘোষণা করে তথ্যমন্ত্রণালয়।