প্রিমোনিশান

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল

প্রকাশিত : জানুয়ারি ১৯, ২০১৯

বইয়ের রহস্য সমাধানের বেশ কিছু প্রমাণ ছিলো, যার একটি দিয়ে আজকের লেখাটা শুরু করছি। তো.... গুপ্তধন খুঁজতে দিয়ে পাসওয়ার্ড যখন ক্র্যাক করতে হয়, তখন ১ম পাসওয়ার্ডের সাথে প্রতিটি অক্ষর আর নাম্বারের সাথ ১ যোগ দিলে ২য় পাসওয়ার্ড পাওয়া যায়।

যেমনঃ ১ম পাসওয়ার্ড CALG362W.

এখন, C এর সাথে 1 যোগ করলে অর্থাৎ C এর পরের অক্ষরটা হচ্ছে ২য় পাসওয়ার্ডের ১ম অক্ষর। অর্থাৎ, প্যাটার্নটা হলোঃ 
C+1=D
A+1=B
W+1=X
6+1=7

যাই হোক, বইয়ের কাহিনী -

পেতিতি আবিষ্কারের পর কুকুলক্যান রহস্য সমাধা করার দায়িত্ব পরে পৃথিবী বিখ্যাত ট্রেজার হান্টার ‘জন উইলিয়ামের’ উপর। আমেরিকা ও মেক্সিকোর জয়েন্ট অপারেশনে ‘মিশন কুকুলক্যান’ চলাকালীন সময়ে রহস্যজঙ্ক এক দূর্ঘটনায় গুরুতরভাবে আহত হন জন উইলিয়াম। মৃত্যুশয্যাত ইন্টারপুল অফিসার ব্রায়েনকে সাদা কাগজে LIq লিখে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

কুকুলক্যান পিরামিডে ঘিরে মায়ান সভ্যতার সব রহস্য অজানা থেকে গেল। কয়েক বছর পর বাংলাদেশি তিন যুবক আবির, মুকিত আর অভি LIq এর রহস্য উন্মোচন করে।

মিশন কুকুলক্যান রি-ওপেন হয়। ধীরে ধীরে আবির কুকুলক্যান জুড়ে কিছু রহস্যের কিনারা করতে সক্ষম হয়।

পিরামিডের তলায় লুকায়িত গুপ্তধনের সন্ধান মেলে। ইনিভেস্টিগেশনের স্বার্থে পিরামিডের গভীর অবধি যেতে হয় আবিরকে। হঠাৎ পিরামিড ধসে পড়ে আবিরের টিমের উপর।

তারপর, আবিরের আর কিছু মনে নেই। পরদিন সকালে ঘুম ভাঙ্গলে আবির বুঝতে পারে পুরো মিশন ছিল একটা স্বপ্ন, স্বপ্নে পর্যায়ক্রমিক কোনো ঘটনার পূর্বাভাস পাওয়াকে ‘প্রিমোনিশান’।

এটি একটা অসমাপ্ত প্রিমোনিশান থেকে অংশবিশেষ ছিল, যার উপলব্ধি হওয়া মাত্র প্রিমোনিশান থেকে পাওয়া প্রেডিকশনের সূত্র ধরে আবারো মিশন কুকুলক্যানের সমাধা করে আবির।

নিজের ব্যক্তিগত পাঠ প্রতিক্রিয়া বলতে গেলে বলবো যে, বৈজ্ঞানিক কল্প কাহিনীর সাথে মিল দিয়ে মোটামুটি রোমাঞ্চকর অনুভূতি হয় বইটিতে।

প্রিমোনিশান থেকে পাওয়া প্রেডিকশনার অনুযায়ী আবারো ধসে পড়ে পিরামিড। গুরুতর ভাবে আহত হয় আবির।

জ্ঞান ফিরলে আবির নিজেকে নিজের বদ্ধকক্ষে আবিষ্কার করে। পারিপার্শ্বিক বিশ্লেষণ করে চারপাশের সব কিছুকে স্বপ্নের মাঝে স্পষ্ট ভিজ্যুয়ালে স্বপ্নের মতো মনে হচ্ছে!

বইটি প্রথমবার পড়ে এর কূল-কিনারা সমাধান করতে না আপনাদের দ্বিতীয়বার পড়ার প্রয়োজন হতে পারে।

এজন্য, বইপ্রেমীদের বইটি পড়ার আমন্ত্রণ জানাচ্ছি......

একুশে বইমেলা ২০১৮