মেক্সিকো সীমান্তে বাড়ানো হলো মার্কিন সৈন্য সংখ্যা

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জানুয়ারি ১৫, ২০১৯

মেক্সিকো সীমান্তে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সৈন্য ও কোস্টগার্ডের সদস্য মোতায়েন জোরদার করেছে যুক্তরাষ্ট্র। সোমবার দেশটির কর্মকর্তারা একথা জানায়।

পেন্টাগন জানায়, দক্ষিণ-পশ্চিম সীমান্তের স্থল বন্দরগুলোতে টহল নজরদারি ও শনাক্তকরণ জোরদার করা হয়েছে। পাশাপাশি প্রবেশ পথগুলোতে অ্যালার্ম তার বসানো হয়েছে। ডিওডি আকাশ পথেও এ নজরদারিতে সহায়তা দেবে।

উল্লেখ্য, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে অর্থ বরাদ্দ না পাওয়ায় মার্কিন সরকারে অচলাবস্থা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অর্থ বরাদ্দ না পেলে বছরব্যাপী অচলাবস্থা অব্যাহত রাখার হুমকি দেন। সূত্র: এএফপি