রোহিঙ্গারা বাংলাদেশের নয়, আন্তর্জাতিক সমস্যা: পররাষ্ট্রমন্ত্রী

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জানুয়ারি ১৫, ২০১৯

রোহিঙ্গারা এখন আর বাংলাদেশের নয়, এটি আন্তর্জাতিক সমস্যা বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। মঙ্গলবার সিলেট হযরত শাহজালাল (রা.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

মোমেন বলেন, “মরোহিঙ্গারা এখন আর বাংলাদেশের সমস্যা নয়। এটা একটা আন্তর্জাতিক সমস্যা। এ সমস্যা সমাধানে আন্তর্জাতিক হস্তক্ষেপ প্রয়োজন। আর সকলে মিলেই এ সমস্যার সমাধান করতে হবে।”

তিনি আরো বলেন, “আমরা কারো সঙ্গে শত্রুতা নয়, বরং সকলের সঙ্গে বন্ধুত্বসুলভ সম্পর্ক রেখেই চলতে চাই। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করার পর ভারত সরকারই প্রথম আমাদের অভিনন্দন জানিয়েছে। এছাড়া আমি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রীও সেখানে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। এটি একটি সৌজন্য সাক্ষাৎ। পরে আমরা বিভিন্ন ইস্যু নিয়ে ভারত সরকারের সঙ্গে আলাপ আলোচনা করবো।”

পররাষ্ট্রমন্ত্রী এসময় বলেন, “আমি অত্যন্ত সৌভাগ্যবান যে, আজ আমি সিলেটের সন্তান হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি। প্রয়াত আব্দুস সামাদ আজাদ ও হুমায়ুন রশিদ চৌধুরীকে আমি স্মরণ করছি। তারা সিলেটের মানুষ হয়ে দীর্ঘদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তাদের যে সুনাম রয়েছে এবং তারা যেভাবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, আমি তাদের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই। তাদের এই সুনাম আমি আমার কাজের মধ্যদিয়ে ধরে রাখতে চাই।”

সিলেট বিমান বন্দরে পররাষ্ট্র মন্ত্রীকে সংবর্ধনা দেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে বিপুল সংখ্যক নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে বিমান বন্দর থেকে মোটর শোভাযাত্রা সহকারে সিলেট হযরত শাহজালাল মাজারে নিয়ে আসে।