শাকিব খানকে মামলা থেকে বাদ দেয়া হলো

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মার্চ ১৪, ২০১৮

গত বছরের ২৯ অক্টোবর হবিগঞ্জের জেলা আদালতে পঞ্চাশ ৫০ লাখ টাকার মানহানির অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন ইজাজুল মিয়া নামে এক অটোরিক্সা চালক। সেই মামলা থেকে শাকিব ছাড়া পেলেন।

আজ বুধবার সকাল সাড়ে ১০টায় মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের ওসি শাহ আলম হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শম্পা জাহানের আদালতে প্রতিতবেদন দাখিল করেন। এতে মূল অভিযুক্ত নায়ক শাকিব খানকে বাদ দিয়ে ‘রাজনীতি’ সিনেমার প্রযোজক আশফাক আহমেদ, পরিচালক বুলবুল বিশ্বাসের নাম রাখা হয়।

আদালত প্রতিবেদনের উপর আগামী ১০ মে শুনানির দিন ধার্য করেন। এ ব্যাপারে মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম এ মজিদ ছাড়পত্রকে জানান, মামলার মূল অভিযুক্ত চিত্রনায়ক শাকিব খানকে বাদ দিয়ে একটি ফরমায়েশি প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে। আমরা প্রতিবেদনে সন্তোষ হতে পারছি না। তাই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেয়ার প্রস্তুতি নিচ্ছি। প্রতিবেদনের বিরুদ্ধে আগামী ধার্য তারিখে নারাজি দেয়া হবে।

অভিযোগ ছিল, শাকিব ভক্তদের মোবাইল ফোনে অতিষ্ট হয়ে ইজাজুল ২৮ অক্টোবর বানিয়াচং থানায় রাজনীতি সিনেমার প্রযোজক আশফাক আহমেদ, পরিচালক বুলবুল বিশ্বাসের বিরুদ্ধে একটি সাধারণ ডায়রি করেন। এরপর গত বছরের ২৯ অক্টোবর মানহানি মামলার কার্যক্রম শুরু হয়।