হীরালাল সেন স্মারক বক্তৃতা ২০১৭ রোববারে

প্রকাশিত : ডিসেম্বর ২৩, ২০১৭

ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি) এর বাৎসরিক আয়োজন ‘হীরালাল সেন স্মারক বক্তৃতা ২০১৭’ এর আয়োজন করা হয়েছে। হীরালাল সেন স্মারক বক্তৃতা ২০১৭ অনুষ্ঠিত হবে ২৪ ডিসেম্বর ২০১৭, রবিবার, সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে।
হীরালাল সেন স্মারক বক্তৃতা ২০১৭ এর সম্মানীত বক্তা বাংলাদেশের বরেণ্য চলচ্চিত্রকার ও লেখক তানভীর মোকাম্মেল। এবারের বক্তৃতার বিষয় ‘বাংলাদেশের বিকল্প সিনেমা: জমা, খরচ ও ইজা’।
হীরালাল সেন স্মারক বক্তৃতা ২০১৭ এর আয়োজনে উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার হীরালাল সেনের জীবন ও কর্ম বিষয়ে প্রারম্ভিক আলোকপাত করবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন। আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী।
এ আয়োজনে সভাপতিত্ব করবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি স্থপতি লাইলুন নাহার স্বেমি। হীরালাল সেন স্মারক বক্তৃতা ২০১৭ এর আয়োজনে আপনারা সকলে সবান্ধব আমন্ত্রিত!