অভিনয় আমার পেশা, ধর্ম পালন আমার দায়িত্ব: পূর্ণিমা

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ডিসেম্বর ৩০, ২০১৯

ওমরাহ পালন করতে মক্কা-মদিনা যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। ওমরাহর উদ্দেশে আজই তিনি দেশ ছাড়ছেন।

পূর্ণিমা বলেন, “বহুদিনের ইচ্ছা পবিত্র ভূমি মক্কা-মদিনায় যাব, ওমরাহ করব। অবশেষে আল্লাহর রহমতে ইচ্ছাটা পূরণ হতে চলেছে। সোমবার ঢাকা ছাড়ব। ৯ দিন সৌদিতে থাকব। সবার কাছে দোয়া চাই আমি।”

এদিকে একটি গুঞ্জন চাউর হয়েছে যে, ওমরাহ করে এসে আর অভিনয় করবেন না পূর্ণিমা। তবে বিষয়টি একেবারেই গুজব বলে উড়িয়ে দিয়েছেন তিনি।

এ বিষয়ে পূর্ণিমা বলেন, “এটা একেবারেই মিথ্যা খবর। বছরের শেষ জোকসও বলতে পারেন। অভিনয় আমার পেশা। আমি এই পেশা ছাড়ব কেন? ধর্ম পালন করাটা আমার দায়িত্ব। সে কারণেই ওমরাহ করতে যাচ্ছি।”

উল্লেখ্য, জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে পূর্ণিমার। অভিনয়ের দুই দশক পূরণ করেছেন তিনি।

সম্প্রতি নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামের দুটি ছবিতে কাজ করেন পূর্ণিমা। দুটি ছবিরই সামান্য কিছু কাজ বাকি আছে। ওমরাহ শেষে দেশে ফিরে বাকি কাজটুকু শেষ করবেন পূর্ণিমা।