অমিতাভ বচ্চনের কণ্ঠস্বর নকল ও ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : নভেম্বর ২৬, ২০২২
অনুমতি ছাড়া অমিতাভ বচ্চনের কণ্ঠস্বর নকল ও ছবি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। অমিতাভের আইনজীবীর আবেদনের ভিত্তিতে শুক্রবার দিল্লি হাইকোর্ট এই নিষেধাজ্ঞা জারি করেন।
দিল্লি হাইকোর্টে আবেদন করেন তার আইনজীবী। আবেদনে বলা হয়, অমিতাভের নাম, কণ্ঠস্বর, ছবি ও ব্যক্তিত্বের ওপর শুধু তারই অধিকার থাকবে। অন্য কারও থাকবে না। অর্থাৎ অমিতাভকে নকল করে সোশ্যাল মিডিয়ায় অনেকেই অর্থ উপার্জন করেন।
আইনজীবী হাইকোর্টে জানিয়েছেন, সম্প্রতি অমিতাভ বচ্চন ডটকম নামের একটি ডোমেইন বিক্রি হয়েছে। সেটি যিনি নিজের জন্য নথিভুক্ত করেছেন, তার সঙ্গে অমিতাভের কোনো সম্পর্ক নেই। এমনকি অমিতাভের ছবি ব্যবহার করে লটারির টিকিটও বিক্রি হচ্ছে, যার সঙ্গে অভিনেতা কোনোভাবেই যুক্ত নন। এর ফলে বিগ বির নিজস্বতা ক্ষতিগ্রস্ত হতে পারে।
কিছু উদাহরণ দিয়ে আদালতকে তিনি বলেন, “কেউ অমিতাভ বচ্চনের ছবি ব্যবহার করে টি-শার্ট বানাচ্ছে। কণ্ঠ ও অভিনয় নকল করছে। কেউ তার পোস্টার বিক্রি করছে। কেউ তো সব মাত্রা ছাড়িয়ে তার নামের ডোমেইন রেজিস্টার করে নিয়েছে। এর ফলে অমিতাভ বচ্চনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। এ কারণেই আমরা আদালতের দ্বারস্থ হতে বাধ্য হয়েছি।”
























