আগামী বছর থেকে সাদপন্থীরা বিশ্ব ইজতেমা করতে পারবে না

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ফেব্রুয়ারি ০৪, ২০২৫

টঙ্গী ময়দানে তাবলিগ জামায়াতের (সাদপন্থী) বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে ১৪, ১৫ এবং ১৬ ফেব্রুয়ারি। তবে এক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শর্ত দেওয়া হয়েছে, আগামী বছর থেকে টঙ্গী ময়দানে তারা ইজতেমা ও তাবলিগের কোনো কার্যক্রম করতে পারবে না।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে বিশ্ব ইজতেমা ২০২৫ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ৩টি সিদ্ধান্তের কথা উল্লেখ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়:

১. তাবলীগ জামাতের শুরায়ী নিজামের অনুসারীরা (মাওলানা মোহাম্মদ জুবায়ের) ৩১ জানুয়ারি থেকে শুরু হওয়া ইজতেমা ৫ ফেব্রুয়ারি সম্পন্ন করে ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদ মাগরিব ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবে।

২. তাবলীগ জামাতের (মাওলানা সা`দ সাহেবের অনুসারী) বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব ১৪-১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার পর ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব তারা ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবে।

তবে আগামী বছর থেকে তারা বিশ্ব ইজতেমা ও তাবলিগের কোনো কার্যক্রম টঙ্গীস্থ ইজতেমা ময়দানে করতে পারবে না। এই শর্ত পূরণ সাপেক্ষে শুধুমাত্র ১৪-১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ইজতেমা করতে পারবে।

৩. ২০ ফেব্রুয়ারি ইজতেমা ময়দান শুরায়ী নিজামের নিকট হস্তান্তর করা হবে।

প্রজ্ঞাপনের বিষয়ে সাদপন্থীদের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, “প্রজ্ঞাপন সম্পর্কে আমরা অবগত আছি। পুরোপুরি প্রজ্ঞাপনটি আমাদের কাছে আসলে আমাদের শীর্ষ মুরুব্বিরা সিদ্ধান্ত নেবেন।”