আসছে শাবনূর-মাহফুজের ‘মাতাল হাওয়া’
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ডিসেম্বর ১৮, ২০২৩
চয়নিকা চৌধুরী নির্মিত ‘মাতাল হাওয়া’ চলচ্চিত্রে জুটি হচ্ছেন শাবনূর ও মাহফুজ আহমেদ। দীর্ঘদিন পর শাবনূরের প্রত্যাবর্তন ঘটছে ঢাকাই চলচ্চিত্রে।
মাহফুজ ও শাবনূরের পরিবার এখন অস্ট্রেলিয়ায়। সর্বশেষ প্রহেলিকা চলচ্চিত্রটি অস্ট্রেলিয়ার সিডনিতে প্রদর্শনের সময় শাবনূর উপস্থিত থেকে ছবিটির উচ্ছ্বসিত প্রশংসা করেন। মূলত সেখান থেকেই এই জুটির নতুন ছবির পরিকল্পনা নেওয়া হয়।
নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, “প্রহেলিকার সাফল্যের পর দর্শকদের প্রত্যাশা এখন আকাশ ছোঁয়া। সেই থেকেই দারুণ কিছু করবো বলেই সিদ্ধান্ত নেওয়া। আর একজন নির্মাতা যদি মাহফুজের মতো হিরো পান তাহলে তার কাজের ক্ষেত্রে অনেকখানিই সহজ হয়ে যায়। কারণ মাহফুজ খুবই দায়িত্বশীল অভিনেতা।”
চয়নিকা আরও বলেন, “মাহফুজ যেটাতে কাজ করে, খুব মনোযোগ সহকারেই সে কাজের দায়িত্ব নেয়। এই জুটির কাজটি মাহফুজের কারণেই আরও সহজ হয়ে গেল।”
মাহফুজ বলেন, “যেকোনো ভালো কাজের জন্যই টিমের বোঝাপড়াটা খুব জরুরি। সেক্ষেত্রে মাতাল হাওয়া টিম দর্শকদের জন্য দারুণ কিছু করে দেখাবে বলে আমার বিশ্বাস।”
উল্লেখ্য, মাহফুজ-শাবনূর জুটি এর আগেও চলচ্চিত্রে অভিনয় করেছেন। এই জুটির কাজ নিয়ে দর্শক কৌতূহলও দীর্ঘদিনের। মাতাল হাওয়ার চিত্রনাট্য লিখেছেন রায়হান খান। আগামী বছরের শুরুতেই ছবির কাজ শুরু হবে।
























