ইজরায়েলি হামলায় একদিনে গাজায নিহত ৫২

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : সেপ্টেম্বর ০৯, ২০২৫

ইজরায়েলি বাহিনীর হামলায় গাজায় একদিনে ৫২ ফিলিস্তিনি নিহত হয়েছে। অনাহারে মারা গেছে ২ শিশুসহ ৬ ফিলিস্তিনি। এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, “রোববার সকাল থেকে ইজরায়েলি হামলায় ৫০টির বেশি ভবন ধ্বংস এবং ১০০টি ভবন আংশিক ক্ষতি হয়েছে।”

তিনি আরও বলেন, “ইজরায়েল ইচ্ছাকৃতভাবে বাস্তুচ্যুত পরিবারের শিবিরসংলগ্ন আবাসিক ভবনগুলোতে আঘাত হানছে। গত ২৪ ঘণ্টায় ২০০টিরও বেশি তাঁবু ধ্বংস হয়েছে।”

আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ গাজা শহর থেকে জানিয়েছেন, “একটির পর একটি সুউচ্চ ভবন ভেঙে পড়তে দেখা হৃদয়বিদারক। এগুলো শুধু ভবন নয়, এর সঙ্গে মানুষের বেঁচে থাকার জন্য জরুরি সেবাগুলোও ধ্বংস হয়ে যাচ্ছে, সেটিও আবার যুদ্ধের প্রায় ২ বছর পরও।”

স্থানীয় হাসপাতালগুলো জানিয়েছে, সোমবার একদিনেই অন্তত ৫২ ফিলিস্তিনি নিহত হয়েছে, এর মধ্যে ৩২ জন প্রাণ হারিয়েছে গাজা শহরের।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ছয়জনের মৃত্যু হয়েছে ক্ষুধা ও অপুষ্টিতে, যাদের মধ্যে দুজন শিশু রয়েছে। ইজরায়েল নিয়মিতভাবে সাহায্য ঠেকানো বা বোমা হামলা করায় এ মানবিক সংকট তৈরি হয়েছে।

চিকিৎসকরা জানান, সোমবার ইজরায়েলি হামলায় নিহতদের মধ্যে ফিলিস্তিনি সাংবাদিক ওসামা বালউশাও রয়েছেন। সূত্র: আল জাজিরা