কামরুজ্জামান কামুর ক্লিকে জ্যোতির্ময় চক্রবর্তী

কামরুজ্জামান কামুর ক্লিকে জ্যোতির্ময় চক্রবর্তী

জ্যোতির্ময় চক্রবর্তীর ৪ কবিতা

প্রকাশিত : আগস্ট ২৩, ২০২৫

বসন্তবিলাপ ২

কাটা একটা নখের মতো চাঁদ
অমাবশ্যার আকাশে বসে থাকে
রাস্তার কুকুরগুলো মাঝরাতে কেন এত ডাকে
আমার নতুন বাসায় মশারি ছাড়া ঘুমানো যায় না
আমাদের উঠতি যৌবনের মতো শীতও চলে গেল শ্রাবন্তী

শীতের কাপড়গুলো লন্ড্রিতে দিলে আর আনা হয় না
বছর বছর তোমার পুরনো চাদর আলমারির তাকে রেখে
ছুঁয়ে দেখা হয় না তোমার ওম— প্রণয় পরম
তবুও তো বসন্ত আসে চারপাশে—
এই কি প্রেম নাকি বিরহ-বিভ্রম

পিত্তে পাথরের মতো কী ভীষণ যন্ত্রণা
প্রায় রাতেই আমার আসলে ঠিক ঘুম হয় না
জানি কোনো একদিন ফাগুনের ভোরে
পলাশের মতো আমি আর ফুটবো না
কাকের শহরে বলো কোকিলের কী প্রয়োজন
তুমি ছাড়া এমন বসন্ত আমি চাই না প্রিয়তম!

অপেক্ষা প্রান্ত

লেট ট্রেনের যাত্রীর মতো তোমার অপেক্ষা করি
অরফানেজের ছেলেটা যেভাবে স্বজনের পথ চেয়ে থাকে
নিরালা ঘরজুড়ে একা নৈঃশব্দ্য আহাজারি
কে হায় এমন করে বেদনা জমিয়ে রাখে!

তুমি যেন কোনো একরাতে দেশান্তরি হিন্দুর মেয়ে
কোথায় চলে গেছ যেন কেউ জানে না কো
তোমাদের পুকুরজুড়ে সারাদিন হিজল ফুল ভাসে
দূরে একা বসে থাকি যদি কেউ চুপিচুপি আসে!

গোপন সুখের মতো তোমাকে আড়াল করি
নিজেকে দিচ্ছি ফাঁকি, কত ছলচাতুরি
তোমার অভাবটারে বড় যত্নে সবুর করি
সংসারে যেভাবে টান পড়ে থাকে অর্থকড়ি
মায়ের আলমারিতে লুকানো বাবার অচল ঘড়ি
দুঃসময় লাল লাল পিঁপড়া যেন সারি-সারি!

কোনো দিনই যদি আর না-হয় দেখা তোমার আমার
সবাই কি পায় বলো সময় স্বজন সুখ সংসার!

আত্মসমর্পণ

তুমি ফিরে আসো যেভাবে ফিরে আসে উড়ে যাওয়া কবুতর
আমি দালানের ফাঁকে পড়ে থাকা খড়কুটোর ঘর
বেকার পুরুষের একা একা সংসার
যেন রাতভোর বেজে যায় করুণ বেহাগ!

তুমি ফিরে এলে হাঁটু গেড়ে ঠুকবো মাথা
গাছে গাছে বাঁধবো মানতের সূতা
হাটবারে কাড়া দেব তোমার আগমনী
দলে দলে পাহারা দেব গণ্ডি বেস্টনি।

রোজার চাঁদ তুমি
আমি তোমার কুরবান
তুমি এলে পেতে দেব নীল দেহখান

দিনরাত দেহে চলে অস্ত্রোপচার
রক্তে মরফিন হও
শেষ করো যাতনা আখ্যান।

তবু চাই তোমাকেই

বৃষ্টির দিনগুলোতে তোমার কথা বেশি মনে পড়ে
গাছেরা যেভাবে নীরবে ভেজে অঝোরে
পাখিরা যেভাবে অসহায় ডানা ঝাপটায়
আমি শুধু আমার ভিতরে
তেমন করে তোমার স্মৃতি হাতড়াই
যেন কোনো এক উষ্ণতা রেখে গেছ ফুলের গোপনে
যেন তোমার চোখের জল মেঘ হয়ে ভাসে আসমানে

কদম ফুলের মতো বৃষ্টিভেজা ঘ্রাণ
আমাদের আজ আর নেই
এ জীবনে ফিরে ফিরে তবু চাই তোমাকেই!