
ইরানের কুদস ফোর্সের কমান্ডারকে হত্যার দাবি ইজরায়েলের
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুন ২১, ২০২৫
ইরানের কোম শহরে হামলায় দেশটির কুদস ফোর্সের ফিলিস্তিনি কর্পসের কমান্ডার সাইদ ইজাদি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাৎজ।
তেহরানের ১৪০ কিলোমিটার (৮৭ মাইল) দক্ষিণে শহরের একটি অ্যাপার্টমেন্টে বিমান হামলা চালায় ইজরায়েলি বাহিনী। এতে ১৬ বছর বয়সি এক কিশোর নিহত হয়। তবে একই হামলায় উভয় ব্যক্তি নিহত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
তবে ইজরায়েল কাৎজের দাবি, ইরানের কুদস ফোর্সের ফিলিস্তিনি কর্পসের কমান্ডার সাইদ ইজাদি ইরানের কোম শহরের একটি অ্যাপার্টমেন্টে হামলায় নিহত হয়েছেন।
কাৎজ বলেন, “সাইদ ইজাদি ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে গণহত্যা চালানোর আগে হামাসকে অর্থায়ন ও অস্ত্র দিয়েছিলেন। ইজাদিকে হত্যা ইজরায়েলি গোয়েন্দা ও বিমান বাহিনীর জন্য বিশাল অর্জন। নিহত ও অপহৃতদের জন্য ন্যায়বিচার। ইহরায়েলের লম্বা হাত তার সব শত্রুদের কাছে পৌঁছাবে।”
ইজরায়েলের এ দাবি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইরান। সূত্র: আল জাজিরা