
কবীর সুমনকে দেখতে হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়
ছাড়পত্র ডেস্ক:প্রকাশিত : ফেব্রুয়ারি ০৩, ২০২৪
অসুস্থ কবীর সুমন। হার্ট ফেইলিওর ও ফুসফুসের সমস্যা নিয়ে ভর্তি হাসপাতালে। পছন্দের শিল্পীকে দেখতে জেলা সফর শেষ করেই হাসপাতালে পৌঁছান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
২৯ জানুয়ারি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন কবীর সুমন। ওইদিনই বেলা সাড়ে তিনটায় হার্ট ফেইলিওর নিয়ে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় কবীর সুমনকে।
শ্বাসকষ্ট নিয়ে সাড়ে তিনটা নাগাদ হাসপাতালে আসেন তিনি। এরপরেই মেডিসিন, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, চেস্ট মেডিসিন, কার্ডিওলজির আন্ডারে সিসিইউতে ভর্তি করা হয় তাকে।
সুমনের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে গঠন করা হয় মেডিকেল বোর্ড। রাখা হয় অক্সিজেন সাপোর্টে। একাধিক স্বাস্থ্যপরীক্ষা ও চিকিৎসকদের চিকিৎসায় শিল্পীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান ডা. সৌমিত্র ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সুস্থতা আরও উন্নতির দিকে এগোয় বৃহস্পতিবার ( ৩১ জানুয়ারি)। ওইদিন হাসপাতালে আসা পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে বাড়ি ফেরার আবদার জানান বর্ষীয়ান এই শিল্পী।
কন্ঠশিল্পী সুমনকে দেখার পর মুখ্যমন্ত্রী বলেন, ‘‘শারীরিক অবস্থার উন্নতি হলেও আরও ১০ দিন ভর্তি থাকতে হবে তাকে। উনি আমায় দেখে ‘জয় বাংলা’ বলেন। তারপরই বাড়ি যাব বাড়ি যাব করছিল।`’
কর্তব্যরত চিকিৎসকরা জানান, হার্টের সমস্যা ও ফুসফুসে পানি জমলে কবীর সুমনকে একাধিক ওষুধ দেয়া হয়। পানি বের হতে শুরু করলেও ৭২ ঘন্টা না কাটলে কোনও কিছু বলা যাচ্ছে না।
এখনও শ্বাসকষ্ট থাকায় শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করছেন ভক্তরা।