কানাডায় এ আর রহমানের নামে রাস্তা
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : আগস্ট ৩১, ২০২২
ভারতীয় সংগীত পরিচালক এ আর রহমানের নামে কানাডায় একটি রাস্তার নামকরণ করা হয়েছে। দেশটির ওন্টারিওর মারখাম অঞ্চলে একটি রাস্তার নাম দেয়া হয়েছে ‘আল্লারাখা রহমান স্ট্রিট’।
তার সুরে মুগ্ধ পুরো বিশ্ব। অস্কার জিতে নেয়ার পর থেকে সবাই তাকে এক নামে চেনে। এবার বিরল এই প্রতিভাকে বিশেষভাবে সম্মান জানালো কানাডা।
এ সংবাদ পেয়ে আবেগ আপ্লুত হয়ে যান এ আর রহমান। তাকে বিশেষ সম্মান দেখানো রজন্য তিনি মারখাম মেয়রের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
























