গণিতজ্ঞ অমিয়চরণ ব্যানার্জির আজ জন্মদিন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জানুয়ারি ২৩, ২০২৬

গণিতজ্ঞ অমিয়চরণ ব্যানার্জির আজ জন্মদিন। ১৮৯১ সালের ২৩ জানুয়ারি ভারতের বিহার রাজ্যের ভাগলপুরে মামাবাড়িতে তার জন্ম। পিতা জ্ঞানচন্দ্র ব্যানার্জি। মাতা ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের সহকর্মী নিবারণচন্দ্র মুখোপাধ্যায়ের কন্যা মৃণালিনী দেবী।

জ্ঞানচন্দ্র ব্যানার্জি চব্বিশ পরগনা জেলার মহেশতলার জমিদার পরিবারের সন্তান, প্রেসিডেন্সি কলেজের মেধাবী ছাত্র ও স্বামী বিবেকানন্দর সহপাঠী ছিলেন।

পিতার কর্মস্থল বিভিন্ন হওয়ার কারণে তার স্কুলের পড়াশোনা ভাগলপুর জেলা স্কুলে। সেখানে ম্যাট্রিক পরীক্ষায় তিনি প্রথম হন। এরপর তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। ফলিত গণিতে এমএসসিতে শীর্ষস্থান দখল করেন।

বিহার সরকারের স্কলারশিপ নিয়ে লণ্ডন যান। সেখানে কেমব্রিজ ক্লেয়ার কলেজ থেকে রাংলার ও ফাউন্ডেশন স্কলার হয়ে দেশে ফেরেন। দেশে ফেরার পর কিছু দিন তিনি পাটনা শহরে কাটান। এরপর ইণ্ডিয়ান এডুকেশন সার্ভিসপদে যোগ দিয়ে এলাহাবাদের বর্তমানে প্রয়াগরাজের ক্যানিং কলেজে অধ্যাপনা শুরু করেন।

সেসময় মেঘনাদ সাহা ও নীলরতন ধর প্রমুখ বিজ্ঞানীদের উপস্থিতিতে এলাহাবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে এক উৎকর্ষ কেন্দ্র ছিল। অধ্যাপক ব্যানার্জিও Astro Physics ও Gallactic Dynamics বিষয়ে বিশেষ অবদান রাখেন।

১৯৫৩-৫৫ সালে তিনি এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যপদে নিযুক্ত থাকেন। তিনি জ্যোতির্বিদ্যা বিষয়ে বিভিন্ন সময়ে বক্তৃতা করতেন। ১৯৫৬ সালে ইণ্ডিয়ান আকাডেমি অব সাইন্সের এলাহাবাদ অধিবেশনে Stellar Evolution শীর্ষক বিষয়ে বক্তব্য রাখেন।

এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেয়ার পর তিনি কলকাতায় চলে আসেন। অধ্যাপক ব্যানার্জি দেশে-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষণার কাজে নিযুক্ত ছাত্রদের গবেষণাপত্রের মূল্যায়ন করতেন। এদেশে উচ্চমানের অবজারভেটরি স্থাপনের উদ্দেশ্যে ভারত সরকার তাকে ইউরোপ ও আমেরিকার শ্রেষ্ঠ অবজারভেটরিগুলি পরিদর্শন করে একটি প্ল্যান প্রস্তুত করার দায়িত্ব দিলেন তিনি তা সুসম্পন্ন করেন।

১৯৬৯ সালে পশ্চিমবঙ্গের হাবড়ায় শ্রীচৈতন্য কলেজ স্থাপনে তিনি প্রভূত সাহায্য করেন। ১৯৬৮ সালের ৩১ মে কলকাতায় ৭৭ বছর বয়সে তিনি মারা যান। শেষজীবনে ব্রাহ্মসমাজের সেবায় নিয়োজিত ছিলেন। ১৯৫৭ সালে তিনি সর্বভারতীয় ব্রাহ্ম সমাজের অধিবেশনে সভাপতিত্ব করেন। এলাহাবাদে তার বাড়ির সম্মুখস্থ রাস্তাটি তার নামেই নামাঙ্কিত।