
গাজায় যুদ্ধ বন্ধের দাবি ফ্রান্স-যুক্তরাজ্যসহ ২৫ দেশের
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুলাই ২২, ২০২৫
গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে ফ্রান্স ও যুক্তরাজ্যসহ ২৫টি দেশ। দেশগুলোর দাবি, গাজার দুর্ভোগ নতুন মাত্রায় পৌঁছেছে। ইজরায়েলের মিত্র দেশগুলোর পক্ষ থেকে এ মন্তব্য দেশটিকে আন্তর্জাতিকভাবে আরও বিচ্ছিন্ন করে তোলার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে।
২১ মাসেরও বেশি সময় ধরে গাজায় সংঘাত চলছে। কিন্তু বর্তমানে গাজার পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। অবরুদ্ধ এই উপত্যকার ২০ লাখেরও বেশি মানুষ তীব্র খাদ্য সংকটে দিন কাটাচ্ছে।
ইজরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা ও আরও ২১টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন যৌথ বিবৃতিতে বলেছে, গাজার যুদ্ধ এখনই শেষ হওয়া উচিত। গাজার বেসামরিক নাগরিকদের দুর্ভোগ নতুন মাত্রায় পৌঁছেছে।
বিবৃতিতে স্বাক্ষরকারীরা আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি, ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে বন্দিদের মুক্তি এবং অত্যন্ত প্রয়োজনীয় মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে শিশুসহ বেসামরিক নাগরিকদের অমানবিক হত্যার নিন্দা জানানো হয়েছে। গাজায় ত্রাণ নিতে যাওয়া লোকজনকেও গুলি করে হত্যা করা হচ্ছে। মে মাসের শেষ থেকে এখন পর্যন্ত গাজায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইজরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছে প্রায় ৮৭৫ জন।
ইউরোপীয় দেশগুলোও গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। নতুন যৌথ বিবৃতিতে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানানো হয়। সূত্র: আল জাজিরা