
গাজায় ১ লাখ ৯৩ হাজার ভবন ধ্বংস করেছে ইজরায়েল: জাতিসংঘ
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ০৭, ২০২৫
জাতিসংঘের স্যাটেলাইট সেন্টারের বিশ্লেষণ অনুযায়ী, জুলাই পর্যন্ত ইজরায়েলি হামলায় গাজায় প্রায় ১ লাখ ৯৩ হাজার ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুই বছর পেরোলেও গাজায় ইজরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। ট্যাংক, যুদ্ধবিমান ও নৌবাহিনীর গোলাবর্ষণে গাজার বিভিন্ন এলাকা এখনও কাঁপছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের প্রতিক্রিয়ায় শুরু হওয়া ইজরায়েলের এ অভিযান টানা ২ বছর পরও চলছে।
মিশরের শারম আল-শেখে সোমবার হামাস ও ইজরায়েলের মধ্যে গাজা থেকে ইজরায়েলি সেনা প্রত্যাহার ও হামাসের নিরস্ত্রীকরণসহ সংবেদনশীল ইস্যুতে পরোক্ষ আলোচনা শুরু হয়। কিন্তু আলোচনা চলার মধ্যেই ইজরায়েলি বাহিনী গাজায় নতুন করে অভিযান চালায়।
জাতিসংঘের বিশ্লেষণে বলা হয়, গাজার ২১৩টি হাসপাতাল ও ১ হাজার ২৯টি স্কুল ইজরায়েলি হামলায় টার্গেট হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, গাজার ৩৬টি হাসপাতালের মধ্যে বর্তমানে মাত্র ১৪টি আংশিকভাবে কার্যকর রয়েছে। দক্ষিণ গাজার হাসপাতালগুলো রোগীতে পরিপূর্ণ হয়ে পড়েছে।
গাজার প্রধান নগরকেন্দ্র গাজা সিটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়। সূত্র: রয়টার্স