চীনের ওপর যুক্তরাষ্ট্র ১০০ শতাংশ শুল্ক আরোপ করবে: ট্রাম্প
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ১১, ২০২৫
চীনা পণ্যের ওপর আরও ১০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার বিবৃতিতে ট্রাম্প এ তথ্য জানান।
বিবৃতিতে ট্রাম্প লেখেন, “যুক্তরাষ্ট্র চীনের সব রপ্তানি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করবে এবং যেকোনো গুরুত্বপূর্ণ সফটওয়্যার রপ্তানির ওপরও নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করবে।
ট্রাম্প আরও লেখেন, “চীন যে নজিরবিহীন অবস্থান নিয়েছে তার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ১০০ শতাংশ শুল্ক আরোপ করবে। নতুন শুল্ক নভেম্বরের ১ তারিখের মধ্যেই কার্যকর হবে।”
বিবৃতিতে ট্রাম্প লেখেন, “আসন্ন এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন সম্মেলনের (৩১ অক্টোবর শুরু) ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে পরিকল্পিত বৈঠক আমি বাতিল করতে পারি। চীনের দুর্লভ খনিজ রপ্তানি নিয়ন্ত্রণের পাল্টা জবাবে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বিবেচনা করছি।”
সম্প্রতি বেইজিং দুর্লভ খনিজের রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করেছে, যা যুক্তরাষ্ট্রের উচ্চ-প্রযুক্তি শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদেই যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করেছিল, যা পরে দুই দেশের মধ্যে ৯০ দিনের চুক্তির মাধ্যমে স্থগিত করা হয়। সেই চুক্তির মেয়াদ ৯ নভেম্বরের দিকে শেষ হতে যাচ্ছে, ফলে নতুন করে সম্পূর্ণ বাণিজ্যযুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। সূত্র: আল জাজিরা























