
নোয়াম চমস্কি
নোয়াম চমস্কির দর্শন
সরকার আবদুল মান্নানপ্রকাশিত : অক্টোবর ১২, ২০২৫
নোয়াম চমস্কির কিছু কালজয়ী দর্শন। ভালো লাগল, তাই ইংরেজি থেকে অনুবাদ করে দিলাম। আমেরিকান ভাষাতত্ত্ববিদ, অধ্যাপক ও দার্শনিক নোয়াম চমস্কি। তাঁর বয়স এখন ৯৫ বছর। এখন আর তিনি কথা বলতে পারছেন না, লিখতেও পারছেন না। একজীবন তিনি শব্দের পূজারি ছিলেন। শব্দই ছিল তাঁর ধ্যান জ্ঞান সম্পদ। এখন সেই শব্দরাজ্যের অধিপতি নিঃশব্দ। কিন্তু শব্দের যে সাম্রাজ্য তিনি প্রতিষ্ঠা করে গেছেন, তা নিশ্চয়ই বিলুপ্ত হবে না কোনো কালে। চমস্কির শব্দ-সাম্রাজ্যের সেই বিপুল জগৎ থেকে কয়েকটি উক্তি:
১. দরিদ্র দেশ বলে কিছু নেই। আছে শুধু সম্পদ ব্যবস্থাপনার ব্যর্থতা।
২. কেউ তোমার মনে সত্য ঢুকিয়ে দেবে না। সত্য এমন কিছু যা তোমাকেই খুঁজে নিতে হয়।
৩. যদি তুমি কোনো জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ করতে চাও, তাহলে এমন এক কাল্পনিক শত্রু সৃষ্টি করো যে তোমার থেকেও ভয়ঙ্কর। এরপর নিজেকেই তাদের ত্রাণকর্তা হিসেবে উপস্থাপন করো।
৪. ইতিহাসের সবচেয়ে স্পষ্ট শিক্ষা: অধিকার কেউ দেয় না; তা ছিনিয়ে নিতে হয়।
৫. ইতিহাসকে বিকৃত করে সেটিকে এমনভাবে দেখানো হয় যেন কেবল মহান মানুষেরাই বড় কিছু অর্জন করতে পারে। এর পেছনে উদ্দেশ্য হলো, মানুষকে শেখানো যে, তারা নিরুপায়, এবং তাদের অপেক্ষা করতে হবে কোনো মহান ব্যক্তির আবির্ভাবের জন্য।
৬. এই পৃথিবী এক রহস্যময় ও বিভ্রান্তিকর স্থান। তুমি যদি বিভ্রান্ত হওয়ার সাহস না রাখো, তাহলে তুমি কেবল অন্য কারো চিন্তার অনুলিপিতে পরিণত হবে।
৭. মানুষকে নিয়ন্ত্রণ করতে হলে তাদের বিশ্বাস করাতে হবে যে, তাদের দুর্ভোগের জন্য তারাই দায়ী। এরপর নিজেকে উপস্থাপন করতে হবে তাদের রক্ষাকর্তা হিসেবে।
৮. একদিন পশ্চিমা বিশ্ব তাদের সেই সব চিন্তার জন্য অনুতপ্ত হবে, যেসব চিন্তা মানুষকে তাদের প্রকৃত স্বভাব থেকে বিচ্ছিন্ন করেছে। মানুষের উচিত সঠিক ধর্ম এবং সঠিক বিশ্বাসকে খুঁজে নেওয়া।
সরকার আবদুল মান্নান: সাহিত্যিক ও শিক্ষাবিদ