জোবাইদ হাসানের কবিতা ‘জান্নাতে যাবার পথ’
প্রকাশিত : জুলাই ১৮, ২০২০
বেড়ে উঠছি আমি একটা স্বপন এঁকে,
ভয়ে থাকি শুধু, তা যদি যায় বেঁকে?
জান্নাতে যাব আমি, জান্নাতি-ঘ্রাণ মেখে,
প্রশংসা করবো রবের, দুশ্চিন্তা সব রেখে।
ছুটছি তাই জান্নাত পানে, প্রবল গতিবেগে,
ছিনিয়ে আনবো তা, শত সহস্র আত্মত্যাগে।
পড়তে হবে তাহাজ্জুদ, কঠিন শীতের মাঘে
যদি তা না হয়, ছেয়ে যাব গুনাহের মেঘে।
জানি আসবে বিপত্তি শত, যেতে হবে ডিঙে,
নিজেকে যদি রাঙাতে চাই, ফিরদাউসি রঙে।
যতই আসুক ধরাবাঁধা, নামবোনা কভু নিচে,
উঠবো জেগে সজাগ হয়ে, নতুন নতুন ধাঁচে।
চাইতে থাকবো সতত আমার রবের কাছে,
চেষ্টা করবো সাধ্যমতো, সাধ্য যত আছে।
মানতে হবে আল্লাহর পথ, সকল কর্মকাজে,
সাজতে হবে আমাকে আমার রবের সাজে।
চাইতে হবে প্রভুর তরে, সকাল-বিকাল-সাঁঝে,
তিনি যেন নেন আমাকে, জান্নাতিদের মাঝে।
জান্নাতে নেই ভেদাভেদ ধনী কিংবা ফকির
স্বপন দেখি ওই জীবনের, করছি তারই জিকির।
পারবো না তো শক্তি দিয়ে, জান্নাত নিতে লুটে,
প্রভু, দাও না তুমি আমার তরে জান্নাতটা এঁটে।
জাহান্নামের বর্ণনা শুনে হৃদয়টা আঁতকে উঠে,
ফিরদাউসের নেয়ামত সব, শুনতে কত মিঠে।
হেরে যায় যদি সেদিন প্রভু তোমার দেয়া দণ্ডে
ক্ষমা করিও দয়া দিয়ে, যেভাবে করো ভূখণ্ডে।
সময় ফুরালে এপারে, পৌঁছে দিও স্বপ্নের নীড়ে,
তোমার হুকুম বৈ, গাছের পাতাও কি কভু নড়ে?
ফিরদাউসের ওই বাগানটা রেখেছি আমি প্রাণে,
সুবাসিত করবো হৃদয়টা জান্নাতি ফুলের ঘ্রাণে।
আমায় দিও একটু জায়গা, তোমারই জান্নাতে,
এ চাওয়াটাই আমায়, ঘুমুতে দেয় না দিবারাতে।
জীবনটাকে বিলিয়ে দেয়, মানুষজন যার পথে,
হাশর হবে তারই মতো চলবে তারা যার সাথে।
মিতালি করতে প্রভুর সনে উৎসুক মন কাঁদে,
সাহায্য করো পরিত্রাণে যদি পড়ে যায় ফাঁদে।
দেখানো পথে চলবো আমি, দায় নিলাম কাঁধে,
আঁকড়ে ধরো প্রভু আমাকে, হারায় যদি বাঁধে।
যুক্ত করো প্রভু আমাকে ফিরদাউসিদের সনে,
এ বোধটা জাগিয়ে তুলো সকল প্রিয়দের মনে।
জান্নাত পথে চলবো সদা জীবনের প্রতি ধাপে,
নরক যেন নিশ্চিত না হয় কৃত কোনো পাপে।
কুকর্ম সব ঝেড়ে নিচ্ছি তাওবার প্রতিটি লাফে,
পাপগুলো সব পূণ্য হবে একচ্ছত্র প্রভুর মাফে।
কদর্যতা দূর হয়ে কোনোদিন সুন্দর আসবে
আমার মুখের চতুষ্পার্শ্বে, জান্নাত যখন ভাসবে
নরকেতে যায় যে মানুষ রাগ ঘৃণা আর ক্ষোভে,
মানুষ তার স্ব ভুলে যায়, হিংসা লালসা লোভে।
প্রভু, সহায়ক হও আমার প্রতি না পড়তে ভ্রমে,
পা বাড়াচ্ছি ফিরদাউস পথে আমি ক্রমে ক্রমে।
























