তেরশো ইহুদিসহ আল আকসায় ঢুকে মুসলিমদের তাড়ালেন ইজরায়েলি মন্ত্রী

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ০৮, ২০২৫

ইহুদের ধর্মীয় উৎসব সুক্কোত উদযাপনের সময় ১৩০০ কট্টর জাতীয়তাবাদী ইজরায়েলি নাগরিকসহ আল আকসা মসজিদে ঢুকে পড়েন ইজরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির।

আজ বুধবার সশস্ত্র নিরাপত্তা বাহিনীর সুরক্ষায় আর আকসায় ঢোকার সময় গাভির প্রার্থণারত মুসলমানদের মসজিদ থেকে বের করে দেন।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মতে, মসজিদে প্রবেশ এবং সেখানে প্রার্থনার আয়োজন করে দীর্ঘস্থায়ী স্ট্যাটাস ক্যুর লঙ্ঘন করা হয়েছে। এই আইনের মাধ্যমে মসজিদকে শুধুমাত্র মুসলিম উপাসনাস্থল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল।

জেরুজালেমের ইসলামিক ওয়াকফ ডিপার্টমেন্ট জানিয়েছে, মঙ্গলবার পাঁচশোর বেশি ইজরায়েলি আল আকসায় প্রবেশ করে। এরপর আজ বুধবার ১৩০০ জন প্রবেশ করে। এ সময় ইজরায়েলি পুলিশ ফিলিস্তিনি মুসল্লিদের মসজিদ থেকে বের করে দেয়।

জানা গেছে, মসজিদের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং অনেক পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ইহুদি উৎসবের সুযোগে এ কর্মকাণ্ড শহরের স্থিতিশীলতা ও মুসলিম অধিকার বিপন্ন করছে।

ইজরায়েলি সংস্থা আইআর আমিম এর গবেষক অ্যাভিভ টাটারস্কি বলেন, “ধর্মীয় উৎসবের আড়ালে ইজরায়েল ধীরে-ধীরে মসজিদটির নিয়ন্ত্রণ দখল করছে, যা দ্বন্দ্বের সম্ভাবনা তৈরি করছে।” সূত্র: মিডল ইস্ট আই