
নকশাল বাড়ি আন্দোলনের নেতা আজিজুল হক আর নেই
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুলাই ২১, ২০২৫
আজ সোমবার দুপুর আড়াইটার দিকে মারা গেছেন লেখক, প্রাবন্ধিক, বক্তা এবং বামপন্থী নেতা আজিজুল হক। নকশালবাড়ি আন্দোলনের অন্যতম মুখ ছিলেন তিনি।
আজিজুল হক, সিপিআই (এম-এল) এর কেন্দ্রীয় কমিটির প্রধান হিসেবে দায়িত্ব সামলেছেন। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি।
বাড়িতে পড়ে গিয়ে হাত ভেঙে যাওয়ার পর থেকেই শারীরিক অবস্থা ক্রমে খারাপের দিকে যেতে থাকে। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন। রক্তে সংক্রমণও ধরা পড়ে। আজিজুল হকের জীবনের সুদীর্ঘ সময় কেটেছে জেলে। ১৯৭৭ সালে মুক্তি পেলেও ১৯৮২ সালে ফের গ্রেপ্তার হন তিনি।
তার লেখা ‘কারাগারে ১৮ বছর’ বইটি নকশাল আন্দোলন ও সাতের দশকের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল। সরাসরি রাজনীতি থেকে সরে গিয়ে কলকাতায় প্রতিষ্ঠা করেন ভাষা শহিদ স্মারক সমিতি।
আজিজুল হকের মৃত্যু মূলত একটি যুগের অবসান। ঐতিহাসিক ও অস্থির সময়ের জীবন্ত দলিল ছিলেন তিনি। জীবনের শেষদিন পর্যন্ত কলম চালিয়ে গেছেন।