পুত্র সন্তানের মা হলেন পরীমনি

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : আগস্ট ১১, ২০২২

পুত্র সন্তানের মা হলেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনি। বুধবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি পুত্র সন্তান জন্ম দেন।

এ তথ্য নিশ্চিত করেছেন পরীমণির স্বামী অভিনেতা শরিফুল রাজ। তিনি জানান, সন্তান ও মা দুজনেই ভালো আছে। তাদের জন্য সবার দোয়া চেয়েছেন তিনি।

গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ সিনেমার সেটে অভিনেতা শরিফুল রাজের সঙ্গে পরীর প্রেম হয়। এরপর ২০২১ সালের অক্টোবরে রাজকে বিয়ে করেন পরীমনি।

পরিচয়ের মাত্র সাত দিনের মাথায় তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হন। এরপর চলতি বছরের ১০ জানুয়ারি হঠাৎ অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন পরী।