বাংলাদেশের ইতিহাসে সোনার দাম সর্বোচ্চ

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ১৪, ২০২৫

কয়েক দফা বৃদ্ধির পর বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে সোনা। আজ মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সোমবার অনুষ্ঠিত বৈঠকে এই দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন দাম কার্যকর হওয়ার মধ্য দিয়ে আগের সব রেকর্ড ভেঙে সোনার বাজার নতুন উচ্চতায় পৌঁছেছে।

বাজুসের ঘোষণা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়েছে ৪ হাজার ৬১৮ টাকা। এর ফলে ১ ভরি সোনার নতুন দাম ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা।

এর আগে ৯ অক্টোবর সর্বশেষ দাম বাড়ানো হয়েছিল, তখন ২২ ক্যারেট সোনার দাম ছিল ২ লাখ ৯ হাজার ১০১ টাকা।

সোনার অন্যান্য ক্যারেটেও একইভাবে দাম বেড়েছে। নতুন তালিকা অনুযায়ী:
২১ ক্যারেট সোনার প্রতি ভরি বেড়েছে ৪ হাজার ৪০৯ টাকা, নতুন দাম ২ লাখ ৪ হাজার ৩ টাকা।
১৮ ক্যারেট সোনার প্রতি ভরি বেড়েছে ৩ হাজার ৬৭৬ টাকা, নতুন দাম ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা।
সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি বেড়েছে ৩ হাজার ২১৯ টাকা, নতুন দাম ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা।