বাইশ কোটি টাকার বাড়িতে প্রবেশ করলেন দীপিকা-রণবীর
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : আগস্ট ২০, ২০২২
আলিবাগে ২২ কোটি টাকায় বাড়ি কিনেছেন বলিউড দম্পতি দীপিকা পাডুকোন ও রণবীর সিং। জন্মাষ্টমীর দিন নতুন বাড়িতে প্রবেশ করলেন তারা।
জানা গেছে, ছুটিতে ভালো সময় কাটাতে ওই বাড়িতে যাবেন তারা। রণবীরের ইনস্টাগ্রামে দেখা গেছে, হোমের আগুন জ্বলছে। দু’হাত জড়ো করে বসে আছেন রণবীর ও দীপিকা। আরতি করছেন, নারকেল ফাটাচ্ছেন।
এসময় উপস্থিত ছিলেন উভয় পরিবারের সদস্যরাও। শাহরুখ ও সালমানসহ বলিউডের অনেক তারকাদের বাড়িই আলিবাগে।
কিছু দিন আগে শাহরুখ খানের বাড়ির পাশেই ১১৯ কোটি টাকা দিয়ে বড় অ্যাপার্টমেন্ট কিনেছেন রণবীর সিং ও তার বাবা। শোনা যাচ্ছে, খুব শীগগিরই বান্দ্রার সেই নতুন বাড়িতেই পরিবারকে নিয়ে থাকবেন রণবীর। সূত্র: আনন্দবাজার পত্রিকা
























