
বাধার মুখেও শিবিরের কর্মসূচিতে দর্শনার্থীর ঢল
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : আগস্ট ০৬, ২০২৫
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) ৩ দিনজুড়ে কর্মসূচি পালন করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
কর্মসূচির দ্বিতীয় দিন আজ বুধবার বিকেলে সরজমিনে দেখা যায়, বাধার মুখেও শিবির তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এসময় দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
শিবিরের কর্মসূচির প্রথম দিন মঙ্গলবার সন্ধ্যার দিকে বামপন্থি বিভিন্ন সংগঠনের ক্ষোভের মুখে প্রদর্শনীতে থাকা একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত ব্যক্তিদের ছবি সরিয়ে নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শিবিরের বিশ্ববিদ্যালয় শাখা ‘৩৬ জুলাই: আমরা থামব না’ শীর্ষক ৩ দিনব্যাপী প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক কর্মসূচি আয়োজন করে।
সেই আয়োজনে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত ব্যক্তিদের ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়। কর্মসূচিতে টিএসসির সবুজ চত্বরে তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
মঙ্গলবারের অপসারিত ছবির স্থানে আজ জায়গা পেয়েছে সাবেক জামায়াত নেতাদের ‘বিচারিক হত্যাকাণ্ডের’ বিষয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবি ও বক্তব্য, স্কাইপ কেলেঙ্কারি সংক্রান্ত তথ্য, ব্রিটিশ মানবাধিকার আইনজীবী জিওফ্রে রবার্টসনের মন্তব্য, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সুখরঞ্জন বালিসহ ভুয়া সাক্ষীদের জবানবন্দির চিত্র।
এছাড়া টিএসসি অডিটোরিয়ামে আয়োজন করা হয়েছে দিনব্যাপী বিশেষ সেমিনার। সেমিনারের ৩টি অধিবেশনে ‘জুলাই অভ্যুত্থান ও ফ্যাসিবাদ পলায়নের এক বছর: প্রাপ্তি ও প্রত্যাশা’, ‘জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী ছাত্ররাজনীতি ও ডাকসু নির্বাচন’ এবং ‘নয়া রাজনৈতিক বন্দোবস্তে ইসলাম প্রসঙ্গ’ শিরোনামে আলোচনা করেন বক্তারা। এছাড়া শহিদদের নিয়ে তৈরি বিভিন্ন ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।