বিশ্বজুড়ে ৬ জনের একজন একাতিত্বে ভুগছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ২৮, ২০২৫
বিশ্বজুড়ে ৬ জনের একজন মানুষ একাতিত্বে ভুগছে বলে প্রতিবেদনে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইসও)।
প্রতিবেদনে বলা হয়, মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য সামাজিক বন্ধন বা যোগাযোগ অপরিহার্য। বর্তমানে সামাজিক বিচ্ছিন্নতা ও একাকিত্ব নীরব মহামারির মতো হয়ে উঠেছে। সব বয়সী মানুষের সুস্থতার জন্য বড় হুমকি তৈরি করছে।
প্রতিবেদন অনুযায়ী, বিশ্বজুড়ে প্রতি ৬ জনের মধ্যে একজন মানুষ একাতিত্বে ভুগছে। বিশেষ করে কিশোর-কিশোরী ও তরুণদের মধ্যে এই হার ১৭ থেকে ২১ শতাংশ, যা সবচেয়ে বেশি। এছাড়া উচ্চ আয়ের দেশগুলোর তুলনায় নিম্ন আয়ের দেশগুলোতে একাকিত্বের হার প্রায় দ্বিগুণ।
প্রতিবেদনে বলা হয়, একাকিত্ব ও সামাজিক বিচ্ছিন্নতা শুধু মানসিক অবস্থা নয়, বরং তা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ। গবেষণায় দেখা গেছে, একাকিত্ব প্রতিবছর বিশ্বজুড়ে প্রায় ৮ লাখ ৭১ হাজার মানুষের মৃত্যুর কারণ।
প্রতিবেদনে আরও বলা হয়, এটি হৃদরোগ, স্ট্রোক, টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ ও ডিমেনশিয়ার মতো রোগের ঝুঁকি বাড়ায়। এছাড়া শিক্ষাগত ও কর্মজীবনেও নেতিবাচক প্রভাব ফেলে। মানুষের কর্মদক্ষতা কমে আয়ও কমে যায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার কমিশন অন সোশ্যাল কানেকশন একে গুরুতর জনস্বাস্থ্য সমস্যা হিসেবে উল্লেখ করেছে। তারা সামাজিক সম্পর্ক ও যোগাযোগকে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের সমান গুরুত্ব দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।






















