
ভারতের ৬ কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুলাই ৩১, ২০২৫
ভারতের ৬ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তাদের অপরাধ ইরানের পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম পণ্য অথবা পেট্রোকেমিক্যাল বাণিজ্যে জড়িত থাকা।
বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, মার্কিন নির্বাহী আদেশ ১৩৮৪৬ অনুযায়ী এসব লেনদেন নিষিদ্ধ। ইরান সরকার দেশের রাজস্ব ব্যবহার করে মধ্যপ্রাচ্যে সংঘাতের ইন্ধন জোগায়, সন্ত্রাসবাদের অর্থায়ন করে এবং দেশের জনগণকে নিপীড়ন করছে।
বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র বিদেশে সন্ত্রাসবাদকে সমর্থন করার জন্য এবং দেশের জনগণের ওপর নিপীড়নের জন্য ইরান সরকার যে রাজস্ব প্রবাহ ব্যবহার করে তা বন্ধ করার পদক্ষেপ নিচ্ছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর বুধবার ইরানের সঙ্গে বাণিজ্য করার অভিযোগে ২০টি সংস্থার ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। এর মধ্যে ৬টি ভারতের। সংস্থাগুলো হচ্ছে: অ্যালকেমিক্যাল সলিউশনস প্রাইভেট লিমিটেড, গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস লিমিটেড, জুপিটার ডাই কেম প্রাইভেট লিমিটেড, রমনিকলাল এস গোসালিয়া অ্যান্ড কোম্পানি, পারসিস্টেন্ট পেট্রোকেম প্রাইভেট লিমিটেড এবং কাঞ্চন পলিমার। সূত্র: এনডিটিভি