মায়ের কবরের পাশে সমাহিত হিমু, প্রেমিক গ্রেফতার

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ০৩, ২০২৩

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হোমায়রা হিমুর মরদেহ লক্ষ্মীপুরে মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয় আজ বাদ জুম্মা। তার প্রেমিক রাফিকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক ও অভিনেতা রওনক হাসান বলেন, “বৃহস্পতিবার রাতেই ময়নাতদন্তের জন্য হিমুর মরদেহ নিয়ে যাওয়া হয়। ময়নাতদন্ত শেষে আজ বাদ জুমা চ্যানেল আই চত্বরে হিমুর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এরপর হিমুর মরদেহ লক্ষ্মীপুরে নিয়ে যাওয়া হবে। সেখানে মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।”

বৃহস্পতিবার বিকেলে হঠাৎ ছড়িয়ে পড়ে হিমুর মৃত্যু সংবাদ। এর পরই তার মৃত্যু নিয়ে তৈরি হয় রহস্য। কেউ বলে হত্যা, কেউ বলে আত্মহত্যা।

সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) জ্যোতির্ময় সাহা বলেন, “ফ্যানের হ্যাঙ্গারে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় রুমে ঝুলছিল হোমায়রা হিমু। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।”

তিনি আরও বলেন, “তাৎক্ষণিকভাবে এটি হত্যা না আত্মহত্যা, জানা যায়নি। আমরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। তদন্তসাপেক্ষে পরে জানানো যাবে।”

এদিকে হিমুর মৃত্যুতে অভিযুক্ত তার পলাতক কথিত প্রেমিক মোহাম্মদ জিয়াউদ্দিন রাফিকে আজ দুপুরে গ্রেফতার করেছে র‌্যাব।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হিমুকে হাসপাতালে নিয়ে যান রাফি। হিমুর মরদেহ রেখেই হিমুর মোবাইলসহ পালিয়ে যান তিনি। বিবাহিত রাফির সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল হিমুর।

অভিনেত্রীর কাছের সহকর্মী অভিনেতা প্রাণ রায় বলেন, “আমি কখনো প্রেমিক রাফির নাম শুনিনি। এছাড়া ব্যক্তিগত বিষয় নিয়েও আমাদের মধ্যে আলোচনা হতো না।”

জানা গেছে, অনলাইন প্ল্যাটফরম ভিগো লাইভের সাপোর্টার ছিলেন রাফি। হিমুও এর সঙ্গে জড়িত ছিলেন। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই তাদের সম্পর্ক গড়ে উঠতে পারে।

রাফি প্রায়ই হিমুর ফ্ল্যাটে আসা-যাওয়া করতেন। মাঝে মাঝে তারা একসঙ্গে থাকতেন। ঘটনার দিন বিকেল ৩টার দিকে হিমুর বাসায় গিয়েছিলেন রাফি। পরে তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়। তখন হিমুর পালিত ভাই মিহির ওয়াশরুমে গিয়েছিলেন। হিমু ঘরে একাই ছিলেন। এর পর মিহির বের হয়ে দেখেন হিমু ফ্যানের হ্যাঙ্গারের সঙ্গে ঝুলছে। রাফি ও মিহির তখন হিমুকে হাসপাতালে নিয়ে যান।

বৃহস্পতিবার রাজধানীর উত্তরার নিজ ফ্ল্যাটে সিলিংফ্যানের হ্যাঙ্গারে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিলেন হোমায়রা হিমু। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অসংখ্য টিভি নাটকে দেখা গেছে হোমায়রা হিমুকে। এর মধ্যে ‘ডিবি’, ‘সোনাঘাট’, ‘চেয়ারম্যান বাড়ি’, ‘বাটিঘর’, ‘শোনে না সে শোনে না’ উল্লেখযোগ্য।

‘আমার বন্ধু রাশেদ’ চলচ্চিত্রের মাধ্যমে হিমুর বড়পর্দায় অভিষেক হয়। চলচ্চিত্রের গল্পটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর ভিত্তি করে তৈরি এবং চলচ্চিত্রে তার অসাধারণ অভিনয় সমালোচকদের ইতিবাচক সাড়া পেয়েছিল।