মেক্সিকোতে বন্যা, নিহত ৪৪
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ১৩, ২০২৫
মেক্সিকোর বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিতে সৃষ্ট প্রবল বন্যায় ৪৪ জন মারা গেছে। নিখোঁজ রয়েছে ২৭ জন। শনিবার মেক্সিকোর জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (সিএনপিসি) এ তথ্য জানায়।
সিএনপিসি, প্রবল বৃষ্টিপাতে ভেরাক্রুজ, পুয়েবলা, হিদালগো, কুয়েরেতারো ও সান লুইস পোতসি রাজ্যে মারাত্মক বন্যা দেখা দিয়েছে। প্রাথমিক হিসাবে এসব এলাকায় ৪৪ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। নিখোঁজদের উদ্ধারে উদ্ধারকারী দলগুলো দিনরাত কাজ করছে।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ৫ রাজ্যের গভর্নরদের সঙ্গে জরুরি ত্রাণ কার্যক্রমের সমন্বয় করেন।
বৈঠক শেষে তিনি বলেন, “কোনো ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা ছাড়া রাখা হবে না। ফেডারেল সরকারের টিম ও কর্মকর্তা-কর্মচারীদের ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হয়েছে রাস্তা খুলে দিতে ও ত্রাণ বিতরণে সহায়তা করতে।”
স্থানীয় গণমাধ্যম জানায়, বন্যায় হাজারও মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি মেক্সিকোর অন্যতম ভয়াবহ বন্যা হিসেবে দেখা হচ্ছে।
কর্তৃপক্ষ আশঙ্কা করছে, পাহাড়ি ঢলে ভূমিধস ও নদীর পানি উপচে পড়ার কারণে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। অনেক এলাকায় এখনো ভারী বৃষ্টি হচ্ছে এবং মহাসড়ক, রাস্তা ও ঘরবাড়ি পানিতে ডুবে আছে। সূত্র: রয়টার্স























