রিয়াজ মাহমুদের কবিতা ‘চে গুয়েভারা স্মরণে’
প্রকাশিত : জুন ২৬, ২০২০
চে,
আমি শ্বাস নিতে পারছি না
আমার বুকের উপর জগদ্দল বসে
আমার শ্বাস-প্রশ্বাসকে আটকে দেয়।
চে,
একি রক্তমাংসে গড়া দেহ
একি আলো বাতাসে বেড়ে উঠে
আমরা আজ নিগ্রো হয়ে গেলাম?
চে,
পৃথিবীর আলো কি দু-রকম হয়
অক্সিজেন কি সাদা আর কালোর
জন্য ভিন্ন গুণাগুণ দিয়ে তৈরি!
চে,
মুক্তির জন্য লড়েছো তুমি
স্বাধীনভাবে শ্বাস-প্রশ্বাসের জন্য
আমৃত্যু লড়ে যাওয়া শিখিয়েছো।
চে,
তুমি লড়েছিলে সমতার জন্য
দৈন্যদশা মুক্ত পৃথিবীর নেশায়
তুমি ছুটেছো কিউবা থেকে বলিবিয়া
চে,
দু’চোখ মেলে চেয়ে দেখো
জনতার সমুদ্রের ঢেউয়ের আঘাতে
পীত দানবের আঁতুড়ঘর থরথর কাঁপছে
দেশে দেশ আওয়াজ উঠছে—
আমরা ফিরে যেতে চাই সোনালি স্বপ্নের পৃথিবীতে
যেখানে ভিক্ষাবৃত্তি, পতিতাবৃত্তি
নিরক্ষরতার পাথর চেপে আমাদের
থামাতে পারবে না কোনও শয়তান।
যেখানে বঁচার আকুতি করে বলবে না,
আমি নিশ্বাস নিতে পারছি না।
সবাই মুক্ত স্বাধীন, স্বাধীনতার অপূর্ব
স্বাধ সবাই প্রাণভরে নেবে।
চে,
তুমি স্বপ্নেই মিশে থাকো চিরদিন
আমরা লড়ে যাই অবিরাম
























